বাংলাদেশের হজযাত্রীদের ইমিগ্রেশন-সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা এখন থেকে বাংলাদেশের বিমানবন্দরেই সম্পন্ন হবে। হজযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন দেশের সঙ্গে রুট টু মক্কা সার্ভিস অ্যাগ্রিমেন্টে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ ব্যাপারে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে রবিবার প্রথম চুক্তিতে আবদ্ধ হয়েছে সফররত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সৌদি মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রুট টু মক্কা সার্ভিস অ্যাগ্রিমেন্টের আওতায় এখন থেকে হজযাত্রীদের ইমিগ্রেশন, ব্যাগেজ চেকিং সবকিছু বাংলাদেশের বিমানবন্দর থেকে হবে। এর ফলে হাজিদের ভোগান্তি কমবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে রুট টু মক্কা সার্ভিস চুক্তি করছে। সৌদি উপমন্ত্রী অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য তার দেশের আগ্রহের কথা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এ ছাড়া রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন সৌদি উপমন্ত্রী। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন ও সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশ সফরকালে রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানেও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে এবং জ্বালানি তেল কেনায় প্রধানমন্ত্রী সৌদি আরবের সহায়তা চান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব পারস্পরিক আস্থার সম্পর্কে আবদ্ধ। দেশের শীর্ষ শ্রমবাজার দুই পবিত্র মসজিদের এ দেশটি। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পেলে তাতে উভয় দেশই লাভবান হবে।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
হজসংক্রান্ত চুক্তি
হাজিদের ভোগান্তি কমবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর