নৌশ্রমিকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন নৌপথে যাতায়াতকারীরা। ধর্মঘটে যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দেশের নদীবন্দরগুলোয় অচলাবস্থা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্যক্রম। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা করাসহ ১০ দাবি আদায়ে সারা দেশে লাগাতার ধর্মঘট শুরু করেছেন নৌযান শ্রমিকরা। তবে ধর্মঘট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বেআইনিভাবে ধর্মঘট ডাকায় নৌশ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। নৌ ধর্মঘটে দেশের বৃহত্তম অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাট লঞ্চশূন্য হয়ে আছে। ২ শতাধিক লঞ্চের মধ্যে ঢাকা থেকে বিভিন্ন নৌপথে প্রতিদিন ৬০ থেকে ৬৫টি লঞ্চ চলাচল করলেও রবিবার পন্টুুনে কোনো লঞ্চের দেখা মেলেনি। নৌশ্রমিকরা লঞ্চগুলো মাঝনদীতে নোঙর করে রেখেছেন। নৌশ্রমিকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাসে শ্রমিকরা যোগ না দেওয়ায় সংকট দেখা দিলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোংলা বন্দরেও বিরাজ করছে অচলাবস্থা। নৌশ্রমিকদের ধর্মঘটে পণ্য আনা-নেওয়ায় সমস্যা দেখা দেওয়ায় নিত্যপণ্যের কৃত্রিম সংকটের আশঙ্কা করা হচ্ছে। সংকট নিরসনে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করেছে শ্রম মন্ত্রণালয়। অচলাবস্থা নিরসনের চেষ্টা চলছে। নৌযান শ্রমিকদের বক্তব্য, তাঁরা মাসে ৭ হাজার ৭৫০ টাকা বেতন পান। এ বেতনে বর্তমানে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে ধর্মঘটে নেমেছেন। ১০ দফা দাবি আদায়ে ১৯ নভেম্বর আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু মালিকপক্ষ দাবি মেনে নিতে গরজ দেখায়নি; যা ধর্মঘটে যেতে তাঁদের বাধ্য করেছে। নৌশ্রমিকদের ধর্মঘটের অবসানে সমঝোতার পথ রচনায় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন-এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
নৌশ্রমিক ধর্মঘট
অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর