সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটবল কূটনীতি

ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্যের সুযোগ

আর্জেন্টিনা ও ব্রাজিল হতে পারে বাংলাদেশি পণ্যের অন্যতম বাজার। বাংলাদেশে এ দুটি দলের সমর্থকের সংখ্যা এককথায় অগুনতি। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ অর্থাৎ ৬ কোটি। এ সংখ্যা আর্জেন্টিনার জনসংখ্যার চেয়ে প্রায় দেড়গুণ। ব্রাজিল সমর্থকদের সংখ্যাও আর্জেন্টিনার প্রায় কাছাকাছি। কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি থাকায় দুই দলের প্রতিটি খেলায় তাদের উপস্থিতির সংখ্যা ছিল উল্লেখ করার মতো। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশি দর্শকদের আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থনের বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ সমর্থনকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশের প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। প্রতিদান দিতে দেশটির সরকারও পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণাও দিয়েছেন।  ফুটবল কূটনীতির এই সুযোগ এখন বাণিজ্য সম্প্রসারণে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। আর্জেন্টিনা-ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আর্জেন্টিনা, ব্রাজিলে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। দূরের দেশ বলে পণ্য পরিবহনে জাহাজ ভাড়াও বেশি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমে বিদ্যমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। ব্রাজিল থেকে চিনি ও ভোজ্য তেল আমদানি করে বাংলাদেশ। উভয় দেশে বাংলাদেশি পণ্যের ব্যাপক বাজারও রয়েছে। বিশেষত মুক্তবাণিজ্য চুক্তি হলে আমদানি শুল্ক বাবদ ১১ মিলিয়ন ডলার কম আয় হলেও রপ্তানি বাড়বে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি।  এ ব্যাপারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে এখন থেকেই সক্রিয় হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর