ভোলায় তেলের জাহাজ ডুবিতে মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা দূষিত হয়ে পড়েছে। সাগরনন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ ডুবে গেলেও এর নাবিকসহ অন্যরা সবাই বেঁচে যান। জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শনিবার সাগরনন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা হয়। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদীতে এলে পেছন থেকে আসা আরেকটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ইঞ্জিনরুমের কাছে তলা ফেটে জাহাজে পানি প্রবেশ করলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের কর্মচারীদের আর্তচিৎকারে একটি বালুবাহী নৌযান সবাইকে জীবিত উদ্ধার করে। জাহাজে প্রায় ৯ কোটি টাকার জ্বালানি তেল ছিল। ডুবে যাওয়া জাহাজের বেশকিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জাহাজের কর্মচারী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে কোস্টগার্ড ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যান। মেঘনায় তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নদী ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা দূষণের শিকার হয়েছে। দূষণের ফলে মাছসহ নদী ও সাগরের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ডুবন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। মেঘনার সংশ্লিষ্ট এলাকার নাব্য বজায় রাখতে দ্রুত জাহাজটি উদ্ধার করা দরকার। আমাদের দেশে তেলবাহী জাহাজ ডুবির ঘটনা তুলনামূলক বেশি। মেঘনায় সাগরনন্দিনী-২-এর ডুবে যাওয়ার পেছনে অন্য জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা দায়ী। আমরা আশা করব তেলবাহী জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। নদীদূষণ রোধে এ ধরনের সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা