ভোলায় তেলের জাহাজ ডুবিতে মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা দূষিত হয়ে পড়েছে। সাগরনন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ ডুবে গেলেও এর নাবিকসহ অন্যরা সবাই বেঁচে যান। জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শনিবার সাগরনন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা হয়। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদীতে এলে পেছন থেকে আসা আরেকটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ইঞ্জিনরুমের কাছে তলা ফেটে জাহাজে পানি প্রবেশ করলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের কর্মচারীদের আর্তচিৎকারে একটি বালুবাহী নৌযান সবাইকে জীবিত উদ্ধার করে। জাহাজে প্রায় ৯ কোটি টাকার জ্বালানি তেল ছিল। ডুবে যাওয়া জাহাজের বেশকিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জাহাজের কর্মচারী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে কোস্টগার্ড ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যান। মেঘনায় তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নদী ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা দূষণের শিকার হয়েছে। দূষণের ফলে মাছসহ নদী ও সাগরের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ডুবন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। মেঘনার সংশ্লিষ্ট এলাকার নাব্য বজায় রাখতে দ্রুত জাহাজটি উদ্ধার করা দরকার। আমাদের দেশে তেলবাহী জাহাজ ডুবির ঘটনা তুলনামূলক বেশি। মেঘনায় সাগরনন্দিনী-২-এর ডুবে যাওয়ার পেছনে অন্য জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা দায়ী। আমরা আশা করব তেলবাহী জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। নদীদূষণ রোধে এ ধরনের সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
তেলবাহী জাহাজ ডুবি
দূষণের শিকার মেঘনা নদী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর