ভোলায় তেলের জাহাজ ডুবিতে মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা দূষিত হয়ে পড়েছে। সাগরনন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ ডুবে গেলেও এর নাবিকসহ অন্যরা সবাই বেঁচে যান। জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শনিবার সাগরনন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা হয়। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদীতে এলে পেছন থেকে আসা আরেকটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ইঞ্জিনরুমের কাছে তলা ফেটে জাহাজে পানি প্রবেশ করলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের কর্মচারীদের আর্তচিৎকারে একটি বালুবাহী নৌযান সবাইকে জীবিত উদ্ধার করে। জাহাজে প্রায় ৯ কোটি টাকার জ্বালানি তেল ছিল। ডুবে যাওয়া জাহাজের বেশকিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জাহাজের কর্মচারী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে কোস্টগার্ড ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যান। মেঘনায় তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নদী ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা দূষণের শিকার হয়েছে। দূষণের ফলে মাছসহ নদী ও সাগরের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ডুবন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। মেঘনার সংশ্লিষ্ট এলাকার নাব্য বজায় রাখতে দ্রুত জাহাজটি উদ্ধার করা দরকার। আমাদের দেশে তেলবাহী জাহাজ ডুবির ঘটনা তুলনামূলক বেশি। মেঘনায় সাগরনন্দিনী-২-এর ডুবে যাওয়ার পেছনে অন্য জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা দায়ী। আমরা আশা করব তেলবাহী জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। নদীদূষণ রোধে এ ধরনের সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ