ভোলায় তেলের জাহাজ ডুবিতে মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা দূষিত হয়ে পড়েছে। সাগরনন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ ডুবে গেলেও এর নাবিকসহ অন্যরা সবাই বেঁচে যান। জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শনিবার সাগরনন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা হয়। রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদীতে এলে পেছন থেকে আসা আরেকটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ইঞ্জিনরুমের কাছে তলা ফেটে জাহাজে পানি প্রবেশ করলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের কর্মচারীদের আর্তচিৎকারে একটি বালুবাহী নৌযান সবাইকে জীবিত উদ্ধার করে। জাহাজে প্রায় ৯ কোটি টাকার জ্বালানি তেল ছিল। ডুবে যাওয়া জাহাজের বেশকিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জাহাজের কর্মচারী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে কোস্টগার্ড ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যান। মেঘনায় তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় নদী ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা দূষণের শিকার হয়েছে। দূষণের ফলে মাছসহ নদী ও সাগরের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ডুবন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। মেঘনার সংশ্লিষ্ট এলাকার নাব্য বজায় রাখতে দ্রুত জাহাজটি উদ্ধার করা দরকার। আমাদের দেশে তেলবাহী জাহাজ ডুবির ঘটনা তুলনামূলক বেশি। মেঘনায় সাগরনন্দিনী-২-এর ডুবে যাওয়ার পেছনে অন্য জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা দায়ী। আমরা আশা করব তেলবাহী জাহাজ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। নদীদূষণ রোধে এ ধরনের সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
তেলবাহী জাহাজ ডুবি
দূষণের শিকার মেঘনা নদী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর