দেশের জাহাজভাঙা শিল্প ত্রিশঙ্কু সংকটের মুখে পড়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ডলার সংকট, পুরনো জাহাজের সরবরাহ কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জাহাজভাঙা শিল্প। ফলে অপার সম্ভাবনাময় এ শিল্প শুধু নয়, ইস্পাত শিল্পসহ অন্য খাতেও সংকট তৈরি হচ্ছে। বিশ্বে প্রতি বছর অন্তত ৮০০ জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে বর্জ্যে পরিণত হয়। সেগুলো রিসাইক্লিং করার যে প্রক্রিয়া সেটাই জাহাজভাঙা শিল্প। ২০১৫ সালের পর থেকে এ শিল্পে ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশে। ২০১৯-২০ অর্থবছরে বিশ্বে যত জাহাজভাঙা হয় তার ৪৭.২ শতাংশ জাহাজ সীতাকুন্ডের সমুদ্র উপকূলে ভাঙা হয়েছে। ২০২০ সালে করোনা মহামারির কারণে এ শিল্প নানামুখী সংকটে পড়ে। রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবও এ খাতে ধাক্কা দেয়। সাম্প্রতিক ডলার সংকটের কারণে সরকার কম প্রয়োজনীয় পণ্যের এলসি খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় পুরনো জাহাজ আমদানি কমে যায়। জাহাজ মালিকরা পুরনো জাহাজ সংস্কার করে বেশি সময় ব্যবহারের চেষ্টা করছেন। ফলে আগের চেয়ে এখন অনেক কম জাহাজ স্ক্যাপে পরিণত হচ্ছে। জাহাজভাঙা শিল্পের কাঁচামালে সংকট দেখা দেওয়ায় বাংলাদেশের জন্য বাড়তি সংকট সৃষ্টি করছে। দেশের ইস্পাত শিল্প কাঁচামালের জন্য অনেকাংশেই পুরনো জাহাজের ওপর নির্ভরশীল। পরিত্যক্ত জাহাজ আমদানি কমে যাওয়ায় ইস্পাত শিল্পের কাঁচামালের ক্ষেত্রে দেখা দিচ্ছে সংকট। রডের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের নির্মাণ শিল্পে তার অপপ্রভাব অনুভূত হচ্ছে। ভবন নির্মাণের ব্যয় বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। সংকট আরও ঘোরতর করছে ব্যাংকগুলো পুরনো জাহাজ আমদানিতে এলসি খুলতে গড়িমসি করায়। পুরনো জাহাজ যেহেতু ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেহেতু এটিকে কম প্রয়োজনীয় পণ্য ভাবার অবকাশ নেই। লাখ লাখ মানুষের জীবন-জীবিকা যেহেতু জাহাজভাঙা শিল্প ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, সেহেতু সংকট মোচনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
জাহাজভাঙা শিল্প
সংকট মোচনের পদক্ষেপ নিন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর