রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এ ব্যাপারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছিল সরকার। দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য শুরু করে প্রচারণা। পাশাপাশি জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে বাংলাদেশের ওপর। বিপন্ন মানুষের প্রতি বাংলাদেশের নৈতিক দায়ও সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। কারণ একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যার মুখে এ দেশের ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সেনা অভিযানের মুখে মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপাকে পড়েছে, তা থেকে কবে রেহাই মিলবে নিশ্চয়তা নেই। কক্সবাজারের ৩২ রোহিঙ্গা শিবির যেন অপরাধীদের কারখানা। এসব শিবিরে গত পাঁচ বছরে ১৩৫ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলা হয়েছে ৫ হাজার ২২৯টি। রোহিঙ্গা নামের দুর্বৃত্ত প্রজাতির কারণে হুমকিতে পড়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা। বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে সংঘাত, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, খুন যেন স্বাভাবিক চিত্র। রোহিঙ্গারা নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং স্থানীয়দের ওপরও হামলা চালানোকে রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছে। মানবিকতার অনন্য নজির স্থাপন করে বাংলাদেশে স্থান দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো পরিণত হয়েছে বিষফোঁড়ায়। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে ২০১৭ সালে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটা অংশ ২০১৮ সালের শুরু থেকেই অপরাধপ্রবণ হয়ে ওঠে। এর পর থেকে গত পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুনের ঘটনা ঘটছে। মাদক, অস্ত্র, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, আধিপত্য বিস্তার, অপহরণ, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মানব পাচারসহ সব ধরনের অপরাধে হাত পাকাচ্ছে তারা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ বোঝা নামাতে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে উদ্যোগী হয় সে ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
রোহিঙ্গা দুর্বৃত্তপনা
ঘাড় থেকে বোঝা নামানোর উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর