রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এ ব্যাপারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছিল সরকার। দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য শুরু করে প্রচারণা। পাশাপাশি জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে বাংলাদেশের ওপর। বিপন্ন মানুষের প্রতি বাংলাদেশের নৈতিক দায়ও সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। কারণ একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যার মুখে এ দেশের ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সেনা অভিযানের মুখে মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সদস্যদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপাকে পড়েছে, তা থেকে কবে রেহাই মিলবে নিশ্চয়তা নেই। কক্সবাজারের ৩২ রোহিঙ্গা শিবির যেন অপরাধীদের কারখানা। এসব শিবিরে গত পাঁচ বছরে ১৩৫ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলা হয়েছে ৫ হাজার ২২৯টি। রোহিঙ্গা নামের দুর্বৃত্ত প্রজাতির কারণে হুমকিতে পড়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা। বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে সংঘাত, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, খুন যেন স্বাভাবিক চিত্র। রোহিঙ্গারা নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং স্থানীয়দের ওপরও হামলা চালানোকে রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছে। মানবিকতার অনন্য নজির স্থাপন করে বাংলাদেশে স্থান দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো পরিণত হয়েছে বিষফোঁড়ায়। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে ২০১৭ সালে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটা অংশ ২০১৮ সালের শুরু থেকেই অপরাধপ্রবণ হয়ে ওঠে। এর পর থেকে গত পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুনের ঘটনা ঘটছে। মাদক, অস্ত্র, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, আধিপত্য বিস্তার, অপহরণ, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মানব পাচারসহ সব ধরনের অপরাধে হাত পাকাচ্ছে তারা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ বোঝা নামাতে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে উদ্যোগী হয় সে ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
রোহিঙ্গা দুর্বৃত্তপনা
ঘাড় থেকে বোঝা নামানোর উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর