ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচার হচ্ছে- এমন অভিযোগ দানা বেঁধে উঠেছে খোদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও। তাদের অভিযোগ, একশ্রেণির অসৎ ব্যবসায়ী এ অপকর্মে জড়িত। একই সংশয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের মধ্যেও জেঁকে বসেছে। ডলার সংকটে গত বছর সর্বক্ষেত্রে কৃচ্ছ্রতার নীতি অনুসৃত হওয়ার মধ্যেও বাংলাদেশে ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। ১৬ কোটি জনসংখ্যার এই দেশের এক-চতুর্থাংশ অর্থাৎ ৪ কোটি মানুষ সারা বছর কোনো বিদেশি ফল খান না বলে ধারণা করা যেতে পারে। বাকি ১২ কোটির মধ্যে নিয়মিত বিদেশি ফল খান এমন মানুষের সংখ্যা ১০ শতাংশের বেশি নয়। এ হিসাবে কোনোভাবেই ফল আমদানি বাবদ এক-দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় হওয়া যুক্তিযুক্ত নয়। অথচ বৈদেশিক মুদ্রা ব্যয়ে যখন কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করা হচ্ছে তখন গত বছর ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। এনবিআর সংশ্লিষ্টদের মতে, ফল আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ পাচার হচ্ছে। ফল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা এখনো কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে ফল আমদানি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। এনবিআরের তথ্যানুযায়ী, ২০২১ সালে ফল আমদানি হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকার। ২০২২ সালে এ খাতে প্রায় দ্বিগুণ ব্যয় গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির অভিমত, বাংলাদেশে বিদেশি ফল আমদানির দরকার নেই। এফবিসিসিআই ফল আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ, আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে ফল আসছে। দেশীয় ফল দিয়েই আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে সরকার তদন্ত করে দেখবে- এমনটিই প্রত্যাশিত। আমদানি নিরুৎসাহিত করার জন্যও নিতে হবে কার্যকর পদক্ষেপ।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
ফল আমদানি
নিরুৎসাহিত করার উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর