ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচার হচ্ছে- এমন অভিযোগ দানা বেঁধে উঠেছে খোদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও। তাদের অভিযোগ, একশ্রেণির অসৎ ব্যবসায়ী এ অপকর্মে জড়িত। একই সংশয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের মধ্যেও জেঁকে বসেছে। ডলার সংকটে গত বছর সর্বক্ষেত্রে কৃচ্ছ্রতার নীতি অনুসৃত হওয়ার মধ্যেও বাংলাদেশে ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। ১৬ কোটি জনসংখ্যার এই দেশের এক-চতুর্থাংশ অর্থাৎ ৪ কোটি মানুষ সারা বছর কোনো বিদেশি ফল খান না বলে ধারণা করা যেতে পারে। বাকি ১২ কোটির মধ্যে নিয়মিত বিদেশি ফল খান এমন মানুষের সংখ্যা ১০ শতাংশের বেশি নয়। এ হিসাবে কোনোভাবেই ফল আমদানি বাবদ এক-দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় হওয়া যুক্তিযুক্ত নয়। অথচ বৈদেশিক মুদ্রা ব্যয়ে যখন কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করা হচ্ছে তখন গত বছর ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। এনবিআর সংশ্লিষ্টদের মতে, ফল আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ পাচার হচ্ছে। ফল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা এখনো কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে ফল আমদানি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। এনবিআরের তথ্যানুযায়ী, ২০২১ সালে ফল আমদানি হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকার। ২০২২ সালে এ খাতে প্রায় দ্বিগুণ ব্যয় গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির অভিমত, বাংলাদেশে বিদেশি ফল আমদানির দরকার নেই। এফবিসিসিআই ফল আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ, আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে ফল আসছে। দেশীয় ফল দিয়েই আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে সরকার তদন্ত করে দেখবে- এমনটিই প্রত্যাশিত। আমদানি নিরুৎসাহিত করার জন্যও নিতে হবে কার্যকর পদক্ষেপ।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
ফল আমদানি
নিরুৎসাহিত করার উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর