ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচার হচ্ছে- এমন অভিযোগ দানা বেঁধে উঠেছে খোদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও। তাদের অভিযোগ, একশ্রেণির অসৎ ব্যবসায়ী এ অপকর্মে জড়িত। একই সংশয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের মধ্যেও জেঁকে বসেছে। ডলার সংকটে গত বছর সর্বক্ষেত্রে কৃচ্ছ্রতার নীতি অনুসৃত হওয়ার মধ্যেও বাংলাদেশে ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। ১৬ কোটি জনসংখ্যার এই দেশের এক-চতুর্থাংশ অর্থাৎ ৪ কোটি মানুষ সারা বছর কোনো বিদেশি ফল খান না বলে ধারণা করা যেতে পারে। বাকি ১২ কোটির মধ্যে নিয়মিত বিদেশি ফল খান এমন মানুষের সংখ্যা ১০ শতাংশের বেশি নয়। এ হিসাবে কোনোভাবেই ফল আমদানি বাবদ এক-দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় হওয়া যুক্তিযুক্ত নয়। অথচ বৈদেশিক মুদ্রা ব্যয়ে যখন কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করা হচ্ছে তখন গত বছর ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। এনবিআর সংশ্লিষ্টদের মতে, ফল আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ পাচার হচ্ছে। ফল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা এখনো কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে ফল আমদানি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। এনবিআরের তথ্যানুযায়ী, ২০২১ সালে ফল আমদানি হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকার। ২০২২ সালে এ খাতে প্রায় দ্বিগুণ ব্যয় গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির অভিমত, বাংলাদেশে বিদেশি ফল আমদানির দরকার নেই। এফবিসিসিআই ফল আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ, আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে ফল আসছে। দেশীয় ফল দিয়েই আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে সরকার তদন্ত করে দেখবে- এমনটিই প্রত্যাশিত। আমদানি নিরুৎসাহিত করার জন্যও নিতে হবে কার্যকর পদক্ষেপ।
শিরোনাম
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
ফল আমদানি
নিরুৎসাহিত করার উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর