ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচার হচ্ছে- এমন অভিযোগ দানা বেঁধে উঠেছে খোদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যেও। তাদের অভিযোগ, একশ্রেণির অসৎ ব্যবসায়ী এ অপকর্মে জড়িত। একই সংশয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের মধ্যেও জেঁকে বসেছে। ডলার সংকটে গত বছর সর্বক্ষেত্রে কৃচ্ছ্রতার নীতি অনুসৃত হওয়ার মধ্যেও বাংলাদেশে ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। ১৬ কোটি জনসংখ্যার এই দেশের এক-চতুর্থাংশ অর্থাৎ ৪ কোটি মানুষ সারা বছর কোনো বিদেশি ফল খান না বলে ধারণা করা যেতে পারে। বাকি ১২ কোটির মধ্যে নিয়মিত বিদেশি ফল খান এমন মানুষের সংখ্যা ১০ শতাংশের বেশি নয়। এ হিসাবে কোনোভাবেই ফল আমদানি বাবদ এক-দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় হওয়া যুক্তিযুক্ত নয়। অথচ বৈদেশিক মুদ্রা ব্যয়ে যখন কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করা হচ্ছে তখন গত বছর ৫ হাজার ১৭ কোটি টাকার ফল আমদানি হয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৯৭ শতাংশ বেশি। এনবিআর সংশ্লিষ্টদের মতে, ফল আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে অর্থ পাচার হচ্ছে। ফল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা এখনো কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে ফল আমদানি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা। এনবিআরের তথ্যানুযায়ী, ২০২১ সালে ফল আমদানি হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকার। ২০২২ সালে এ খাতে প্রায় দ্বিগুণ ব্যয় গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির অভিমত, বাংলাদেশে বিদেশি ফল আমদানির দরকার নেই। এফবিসিসিআই ফল আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ, আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে ফল আসছে। দেশীয় ফল দিয়েই আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ফল আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে সরকার তদন্ত করে দেখবে- এমনটিই প্রত্যাশিত। আমদানি নিরুৎসাহিত করার জন্যও নিতে হবে কার্যকর পদক্ষেপ।
শিরোনাম
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
- আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- গোপন প্রতিরক্ষা নথি কাছে রাখায় যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত গ্রেফতার
- বগুড়ার শেরপুরে নবাগত ইউএনও মনজুরুল আলমের যোগদান
- ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- ভারতে চিকিৎসা নিতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
- নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
- চার্লি কার্কের সমালোচনা করায় ছয় বিদেশির মার্কিন ভিসা বাতিল
- ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করলো যুক্তরাষ্ট্র
- ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড
- মিরপুরে রাসায়নিকের গোডাউন থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে : ফায়ার সার্ভিস
- রাকসুতে যতজন ভোটার তত ব্যালট, কেন্দ্রে তিন স্তরে ভোটারদের যাচাই
- শার্শায় ভ্যানচালক ‘হত্যার’ প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
- মিরপুরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা
ফল আমদানি
নিরুৎসাহিত করার উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর