বলা হয়, যার হয় ক্যান্সার তার থাকে না অ্যানসার। সোজা কথায়, এ ঘাতক রোগের নিরাময় অসাধ্য না হলেও সেই সংখ্যা খুব একটা বেশি নয়। ক্যান্সারের মতো কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লে বিপদ অনিবার্য হয়ে দাঁড়ায়। দেশে কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতি বছর দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে ঘাতকব্যাধি ক্যান্সারে। কিডনি ও ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় খরচ বহন করতে হিমশিম খায় রোগীর স্বজনরা। খরচ মেটাতে অসহায় হয়ে পড়ছে নিম্নবিত্ত-হতদরিদ্র শুধু নয়, মধ্যবিত্তরাও। কিডনি প্রতিস্থাপনকে বিকল কিডনি রোগীদের পরিত্রাণের পথ হিসেবে মনে করেন চিকিৎসকরা। কিন্তু সেখানেও রয়েছে কিডনি প্রাপ্তির অপ্রতুলতা। দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও সঠিক পরিসংখ্যান না থাকায় কাজে আসছে না কোনো উদ্যোগ। চিকিৎসা কেন্দ্র ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটে ক্যান্সার চিকিৎসা। সংকট কাটাতে দেশের আট বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। সাধারণত ফুসফুস, স্তন, জরায়ুমুখ, মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত রোগী বেশি। এ ছাড়া খাদ্যনালি, পাকস্থলী, লিভার, বাকযন্ত্র, পায়ুপথ, ডিম্বাশয়, বৃহদান্ত, সারভাইরাকাল, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় মানুষ। বিশেষজ্ঞদের মতে, ‘দেশের সরকারি হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসায় ধরনভেদে অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি দিয়ে খরচ ২-৩ লাখ টাকা পড়ে যায়। এর সঙ্গে যাতায়াত, ওষুধপত্রসহ আনুষঙ্গিক আরও খরচ হয়। বেসরকারি মাঝারি মানের হাসপাতালে এ খরচ প্রায় ৪-৫ গুণ। সরকারি হাসপাতালে চিকিৎসার আওতায় আসতে পারে মাত্র ৫ শতাংশ ক্যান্সার রোগী। কিডনি রোগে আক্রান্তদের অবস্থাও প্রায় অভিন্ন। এ দুই ঘাতক রোগে আক্রান্ত হয়ে সর্বস্বান্ত হওয়ার নজির অসংখ্য। ক্যান্সার ও কিডনি রোগীদের চিকিৎসায় রাষ্ট্রীয় পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো দরকার। পাশাপাশি এ ব্যাপারে চ্যারিটি হাসপাতাল প্রতিষ্ঠায় দেশের ধনী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
ক্যান্সার ও কিডনি রোগ
চিকিৎসার সুযোগ বাড়াতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর