বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুন্দরবনের প্রতি ভালোবাসা

নিজেদের স্বার্থে অটুট থাকুক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। মানুষের বৈরী আচরণ সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিপদাপন্ন হয়ে পড়ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। সুন্দরবনের সুন্দরী গাছ এ বাদাবন থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন অক্সিজেনের অফুরন্ত ভান্ডার। সুন্দরবন সন্নিহিত জেলাগুলোকে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন জীববৈচিত্র্য এখন অস্তিত্ব সংকটে পড়েছে। ফারাক্কা বাঁধের কারণে উজান থেকে মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় তীব্র লবণাক্ততায় সুন্দরী গাছ মরে যাচ্ছে। বাগেরহাটের চাঁদপাই রেঞ্জেই গত ৩০ বছরে ৭৯ ভাগ সুন্দরী গাছ কমেছে। দখল ও নদীভাঙনে গত ১০০ বছরে সুন্দরবনের আয়তন কমেছে ৪৫১ বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদ-নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতিনিয়ত সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এখানকার নদ-নদীতে ডুবে যাওয়া সার ও কয়লাবোঝাই জাহাজ। বিষ দিয়ে খালে মাছ শিকার করা হচ্ছে। চলছে হরিণ শিকার। সুন্দরবন সুরক্ষায় বন্ধ করতে হবে এসব বনবিনাশী কর্মকান্ড। সরকারের সদিচ্ছার যথাযথ বাস্তবায়ন হলেই কেবল রক্ষা পেতে পারে সুন্দরবনের প্রাণপ্রকৃতি। পাশাপাশি প্রয়োজন সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতনতা। সুন্দরবন হাজার হাজার মানুষের জীবিকার উৎস। লাখ লাখ মানুষকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডব থেকে বাঁচায় এই অনিন্দ্য সুন্দরবন। আশার কথা সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে বিশ্বজুড়ে পরিচিত ভালোবাসা দিবসকে সুন্দরবন দিবস হিসেবে পালন করছে বিভিন্ন সামাজিক সংগঠন। সুন্দরবনের প্রতি সংলগ্ন এলাকাবাসীর ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টিতে তা অবদান রাখলে অনেক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। যথেচ্ছতা থেকে রক্ষা পাবে সুন্দরবন।

সর্বশেষ খবর