দেশে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাচ্ছে। গত ১৪ বছরে বিশ্বের সবচেয়ে ঘনবসতির এই দেশে কর্মসংস্থানের হার ছিল বেশ সন্তোষজনক। বেকারত্বের হার ছিল উচ্চশিক্ষিতের মধ্যেই বেশি। দেশে ব্যাঙের ছাতার মতো একের পর এক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি খাতে। এসব বিশ্ববিদ্যালয় কর্মমুখী শিক্ষার বদলে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়াকে তাদের কর্তব্য বলে ভাবায় শিক্ষিত বেকাররের সংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে। করোনা ও রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে মন্দাবস্থা চলছে তাতে অন্য সব দেশের মতো বাংলাদেশও পড়েছে বিপাকে। শিল্পকারখানা স্থাপনের কাজ থমকে গেছে। যেসব শিল্প চালু ছিল তার একাংশ জ্বালানি ও ডলার সংকটে ধুঁকে ধুঁকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক সব ধরনের কাজের বাজারে বিরাজ করছে মন্দা। ব্যাংক, বীমা, করপোরেট, এনজিওসহ বেসরকারি খাত ও সরকারি খাত কোথাও কাজের সুখবর নেই। বিশেষজ্ঞদের মতে, আতঙ্ক ও অস্থিরতা বাড়ার আশঙ্কায় প্রকৃত চিত্র প্রকাশ করছে না সরকার। কর্মমুখী শিক্ষার অভাবে দেশে দক্ষ লোকের সংকট আছে এটা যেমন ঠিক, তেমন বিভিন্ন ক্ষেত্রের বহু লোক কাজ পাচ্ছে না; সেটাও সঠিক। গ্যাস-বিদ্যুতের সংকট যেমন শিল্প খাতের টানাপোড়েনের সৃষ্টি করেছে, তেমন ডলার সংকটের প্রভাবে কাজের সুযোগ কমেছে। কেননা নতুন করে বিনিয়োগের আগে উদ্যোক্তারা বারবার ভাবছেন। নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারছেন না। আবার বৈশ্বিক সংকট তো এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করেছে শিল্পসহ সামগ্রিক অর্থনৈতিক খাতে। ফলে বেকারত্ব বাড়ছে। অবশ্য বিশ্বজুড়ে একই চিত্র লক্ষ করা যাচ্ছে বলে মনে করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। কর্মসংস্থানের প্রধান খাত দেশের পোশাক শিল্পে নতুন কোনো বিনিয়োগ নেই। নতুন কর্মী নিয়োগ হচ্ছে না। নির্মাণ শিল্পেও চলছে গভীর সংকট। সিমেন্ট ও রডের দাম বৃদ্ধি পাওয়ায় ভবন নির্মাণের কাজ মুখ থুবড়ে পড়ছে। এবার গ্রীষ্মে বিদ্যুৎ সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তা বৈশ্বিক মন্দার অনুষঙ্গ। এর মোকাবিলায় সব মানুষকেই সচেতন হতে হবে। বন্ধ করতে হবে সব ধরনের অপচয়।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা