দেশের উত্তরাঞ্চল থেকে হারিয়ে গেছে ৩ শতাধিক নদনদী। উত্তরাঞ্চলে পানির অভাবে গভীর সংকটও দেখা দিয়েছে ইতোমধ্যে। নদনদীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ায় রংপুরসহ উত্তরাঞ্চলে দেড় হাজার কিলোমিটার হারিয়ে যাওয়া জলপথ এখন ইতিহাসের অংশ। উজানে ভারতের একতরফা নদীশাসনের পরিণতিতে উত্তরাঞ্চলের নদনদীগুলো হারিয়ে যাচ্ছে। গত ৫০ বছরে ছোট-বড় ৩ শতাধিক নদনদী অস্তিত্ব হারিয়েছে। ফলে ওই অঞ্চলের কৃষি, জনস্বাস্থ্য, প্রাণী, উদ্ভিদ হুমকির মুখে পড়েছে। নদীতে পানি না থাকায় জমিতে সেচ বাবদ উৎপাদন ব্যয় বেড়েছে প্রতি বছর হাজার কোটি টাকার বেশি। কমে গেছে গাছপালা। রংপুর মহানগর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার ১০টির মধ্যে সাতটি ইউনিয়নই তিস্তা নদী বেষ্টিত। শুকনো মৌসুমে তিস্তায় থাকে হাঁটুজল। ডালিয়া থেকে কাউনিয়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা-জুড়ে জেগে উঠেছে বিশাল চর। বগুড়ার প্রমত্তা করতোয়া এখন ক্ষীণ। গাইবান্ধার ঘাঘট, কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদী শুকনো মৌসুমে হেঁটে পার হওয়া যায়। একসময়ের পদ্মা নদীরও একই অবস্থা। এখন নদীতে দুই চোখ যেদিকে যায় শুধু বালি আর বালি। উত্তরাঞ্চলের ১৬ জেলায় একসময় ৪ শতাধিক নদনদীর অস্তিত্ব ছিল। নদনদীর তীরে গেলে শোনা যেত নৌকার মাঝিদের কণ্ঠের ভাটিয়ালি, মারফতি, মুর্শিদি গান। সে দৃশ্য এখন অতীতের ব্যাপার। উত্তরের তিন-চতুর্থাংশ নদনদীই হয় বিলুপ্ত অথবা বিলুপ্তির পথে। দেড় হাজার কিলোমিটারের নৌপথ ইতোমধ্যে হারিয়ে গেছে স্থায়ীভাবে। যেসব এলাকায় নৌপথই ছিল চলাচলের একমাত্র মাধ্যম সেখানে এখন স্থলপথই ভরসা। উত্তরাঞ্চল থেকে একের পর এক নদনদী বিলুপ্ত হয়ে পড়ায় প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীববৈচিত্র্যও হুমকির সম্মুখীন। ইচ্ছা করলেই হারিয়ে যাওয়া নদনদীগুলো উদ্ধার করা হয়তো যাবে না। তবে যেসব নদনদী টিকে আছে সেগুলো রক্ষায় উদ্যোগ নিতে হবে নিজেদের অস্তিত্বের স্বার্থেই। এজন্য নদনদী খননের উদ্যোগ নিতে হবে। তিস্তানদীর প্রতিশ্রুত চুক্তিতে ভারত যাতে আবদ্ধ হয় সেজন্য রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ