বিদেশে বাংলাদেশের ১ কোটির বেশি মানুষের কর্মসংস্থান দেশের অর্থনীতি পরিপুষ্ট করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। ক্ষুদ্র আয়তনের বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির ওপরে। ১ কোটি মানুষ বিদেশে বিভিন্ন কর্মে নিয়োজিত থাকায় তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করছে। এ-সংখ্যক লোক দেশে থাকলে বছরে অন্তত ৫ কোটি মণ চাল লাগত। বিদেশ থেকে আমদানি করতে হলে দেশের অর্থনীতি ফোকলা হয়ে যেত। বিশ্ব অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করায় দুনিয়াজুড়ে শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ছে। বাংলাদেশের জনশক্তি রপ্তানিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে রবিবার গণভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং জনশক্তি পাঠানোর দেশ খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন। বলেছেন, দূতাবাসগুলোয় নির্দেশনা দেওয়া আছে, এখনকার কূটনীতি শুধু রাজনৈতিক নয়, এটা অর্থনৈতিক কূটনীতির স্তরে নিতে হবে। প্রবাসে কাজ করতে গিয়ে কারও ধোঁকায় যাতে কেউ না পড়ে, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বলেছেন, যথাযথ প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন তারা নয়, বিপদে পড়ছেন যারা দালাল ধরে যাচ্ছেন তারা। তাদের বিপদ হলে উদ্ধারও করতে হয় সরকারকেই। কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে কোন দেশে কী কী দক্ষতা প্রয়োজন, সেভাবেই বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মী তৈরির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে প্রবাসে গিয়ে কারও ধোঁকায় কেউ যাতে না পড়েন, সেজন্য ব্যাপক প্রচার চালাতে হবে। অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে তা অন্য খাতে চলে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অনেক সময় টাকা বেহাতও হয়ে যায়। তাই বৈধ পথে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সবার জন্যই ভালো। প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কী করণীয় সে বিষয়টি স্পষ্টভাবে উঠেছে। এ নির্দেশনা বাস্তবায়িত হলে জনশক্তি রপ্তানি বাড়বে। সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
বিদেশে কর্মসংস্থান
দক্ষ কর্মী গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর