মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রপ্তানি আয় বেড়েছে

দেশের অর্থনীতির জন্য সুখবর

বাংলাদেশের রপ্তানি আয় বৈশ্বিক মন্দার মধ্যেও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি আয় ৪ হাজার কোটি মার্কিন ডলারের অঙ্ক ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে এ রপ্তানি আয় ৮ শতাংশ বেশি। রপ্তানি টার্গেটের চেয়ে তা কিছুটা কম হলেও অর্থবছর পুরতে আরও তিন মাস বাকি। তবে বিশ্বমন্দার মধ্যেও দেশের রপ্তানি আয় ৮ শতাংশ বৃদ্ধিকে ইতিবাচক চোখে দেখছেন বোদ্ধাজনেরা। সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে জুলাই-মার্চ প্রান্তিকে নিট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১৭২ কোটি মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের নয় মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬০ কোটি মার্কিন ডলার। সে তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি আয় বেশি এসেছে ৩১২ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকের জন্য ৪ হাজার ২২৬ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে তার চেয়ে ১ দশমিক ২ শতাংশ আয় কম এসেছে। মাসভিত্তিক হিসাবেও রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থবছরের মার্চে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪৭৬ কোটি মার্কিন ডলার। এবারের মার্চে সে আয় কিছুটা কমে ৪৬৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থবিরতার পরও এ ইতিবাচক প্রবৃদ্ধি পণ্য রপ্তানি খাতের সাফল্যই তুলে ধরেছে। রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ডলার সংকট মোকাবিলায় সরকার কিছুটা হলেও শক্তি পাবে। মন্দা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিক ক্যাপ, তামাক, কাগজ ও কাগজপণ্য, ইলেকট্রিক পণ্য, চামড়াবিহীন জুতা ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে। শাকসবজি, ওষুধ, চিংড়ি, বাইসাইকেল, চা, কাঁচা পাট ইত্যাদি পণ্যের রপ্তানি কিছুটা হলেও কমেছে। রপ্তানি বাড়াতে কৃষিপণ্যের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিতে হবে রপ্তানি বহুমুখীকরণের উদ্যোগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর