বাংলাদেশের রপ্তানি আয় বৈশ্বিক মন্দার মধ্যেও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি আয় ৪ হাজার কোটি মার্কিন ডলারের অঙ্ক ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে এ রপ্তানি আয় ৮ শতাংশ বেশি। রপ্তানি টার্গেটের চেয়ে তা কিছুটা কম হলেও অর্থবছর পুরতে আরও তিন মাস বাকি। তবে বিশ্বমন্দার মধ্যেও দেশের রপ্তানি আয় ৮ শতাংশ বৃদ্ধিকে ইতিবাচক চোখে দেখছেন বোদ্ধাজনেরা। সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে জুলাই-মার্চ প্রান্তিকে নিট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১৭২ কোটি মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের নয় মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬০ কোটি মার্কিন ডলার। সে তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি আয় বেশি এসেছে ৩১২ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-মার্চ প্রান্তিকের জন্য ৪ হাজার ২২৬ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে তার চেয়ে ১ দশমিক ২ শতাংশ আয় কম এসেছে। মাসভিত্তিক হিসাবেও রপ্তানি আয় সামান্য কমেছে। গত অর্থবছরের মার্চে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪৭৬ কোটি মার্কিন ডলার। এবারের মার্চে সে আয় কিছুটা কমে ৪৬৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থবিরতার পরও এ ইতিবাচক প্রবৃদ্ধি পণ্য রপ্তানি খাতের সাফল্যই তুলে ধরেছে। রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ডলার সংকট মোকাবিলায় সরকার কিছুটা হলেও শক্তি পাবে। মন্দা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিক ক্যাপ, তামাক, কাগজ ও কাগজপণ্য, ইলেকট্রিক পণ্য, চামড়াবিহীন জুতা ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে। শাকসবজি, ওষুধ, চিংড়ি, বাইসাইকেল, চা, কাঁচা পাট ইত্যাদি পণ্যের রপ্তানি কিছুটা হলেও কমেছে। রপ্তানি বাড়াতে কৃষিপণ্যের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নিতে হবে রপ্তানি বহুমুখীকরণের উদ্যোগ।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
রপ্তানি আয় বেড়েছে
দেশের অর্থনীতির জন্য সুখবর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর