শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অবৈধ অস্ত্রের ঝনঝনানি

পৃষ্ঠপোষকদেরও ধরতে হবে

অবৈধ অস্ত্রধারীদের দাপটে অসহায় হয়ে পড়েছে গ্রাম ও শহরের শান্তিপ্রিয় মানুষ। অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, তাদের চাহিদা পূরণ করতে গিয়ে অসহায় অবস্থার মুখে পড়ছে সাধারণ মানুষ। বিশেষত আসন্ন সিটি ও জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুরু হওয়ায় জনমনে আতঙ্কে দেখা দিচ্ছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয়ের কারণে বিব্রত খোদ আইন প্রয়োগকারী সদস্যরাও। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারিতে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলসহ ২০টি রাজনৈতিক সংঘাতে দুজন নিহত ও ২১০ জন আহত হয়েছেন। সহিংসতার অধিকাংশ ঘটনায় চলেছে গুলি। অভিযোগ উঠেছে, আসন্ন চার সিটি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করেই পেশাদার সন্ত্রাসীরা সংগ্রহ করছে ছোট-বড় আগ্নেয়াস্ত্র। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে সারা দেশে ৫ হাজার ৮৭৯টি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। র‌্যাব সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে ৬৯২টি অভিযান চালিয়ে ১ হাজার ৩৭১টি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ৬০২ জনকে। এ সময় ৬৩টি ম্যাগাজিন, ৫ হাজার ৮২৪ রাউন্ড গুলি এবং ৪১ হাজার ৮৮১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত ৭০টি অভিযানে ১৩৮টি অস্ত্র, ৩৪টি ম্যাগাজিন ও ২২৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বিজিবির পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ৪৩টি পিস্তল, ৫টি রিভলভার, ৭৯টি আগ্নেয়াস্ত্র, ২৯টি ম্যাগাজিন এবং ৫ হাজার ৩৫৭টি গুলি উদ্ধার করা হয়। চলতি বছর ৫ মার্চ পর্যন্ত দুটি রাইফেল, ছয়টি পিস্তল, ২৭টি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন এবং ১৮৯টি গুলি উদ্ধার হয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার হওয়া সত্ত্বেও অস্ত্রবাজদের যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা ওপেন সিক্রেট। এ ব্যর্থতার অবসানে সারা দেশে অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করা দরকার। অবৈধ অস্ত্রের পৃষ্ঠপোষকদেরও ধরতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর