রাজধানী ঢাকার মাত্র ৮ শতাংশেরও কম এলাকা সবুজে আচ্ছাদিত। আন্তর্জাতিক মানদন্ডে কোনো নগরীর ২৫ শতাংশ এলাকায় বৃক্ষরাজি শোভা পাওয়ার কথা। এর এক-তৃতীয়াংশেরও কম বৃক্ষ রয়েছে মেগা সিটি ঢাকায়। বাংলাদেশের পতাকার বড় অংশজুড়ে আছে সবুজ। বাংলাদেশকে বলা হয় নদ-নদী ও সবুজ শোভার দেশ। কিন্তু দেশের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রতিদিনই পাল্টে যাচ্ছে আমাদের অবিমৃশ্যকারী আচরণে। নদ-নদী, খাল-বিলের সংখ্যা কমছে ক্রমান্বয়ে। গাছপালা নিধনও অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দেশের রাজধানী ঢাকার সিংহভাগ এলাকা ছিল এক সময় সবুজে ঢাকা। এখন গাছপালা ক্রমশই উধাও হচ্ছে। কংক্রিটের প্রাণহীন নগরী হয়ে উঠছে আমাদের রাজধানী। ২০১৯ সালে স্যাটেলাইট জরিপে ঢাকা মহানগরীতে ৮ শতাংশ সবুজ এলাকার প্রমাণ পাওয়া যায়। তারপর বৃক্ষরাজি বাড়ার বদলে কমছে। নির্বিচারে কাটা হচ্ছে গাছ। দুই সিটি করপোরেশন ও বিভিন্ন সরকারি সংস্থা এ পাপের সঙ্গে নিজেদের জড়াচ্ছে। পরিবেশ বিপর্যয়ের জন্য এভাবে গাছ কাটাকে ভয়ংকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গাছপালা ধ্বংসের ফলে বহুমাত্রিক ক্ষতি হচ্ছে। গাছ কমে যাওয়ার ফলে বায়ুদূষণ বেড়ে যাচ্ছে। বাড়াচ্ছে দাবদাহ। গাছের সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক রয়েছে। যেখানে সবুজ থাকে সেখানে বায়োডাইভারসি থাকে। গাছপালা থাকলে সেখানে পাখির আনাগোনা থাকে। কাজেই গাছপালা নিধন প্রক্রিয়া মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলছে। মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়। ঢাকায় উন্নয়ন কাজ করে বেশ কয়েকটি সংস্থা। প্রত্যেকের নিজ নিজ উন্নয়ন পরিকল্পনায় থাকে শুধুই অবকাঠামো উন্নয়ন। কোনো সংস্থার ভাবনাতেই সবুজায়নের বিষয়টি নেই। ঢাকার অধিকাংশ মাঠ ও পার্ক সিটি করপোরেশনের অধীনে। এসব মাঠ ও পার্কে উন্নয়নের নামে কংক্রিটের ঢালাই পড়েছে। উধাও হচ্ছে সবুজ এলাকা। এই আত্মঘাতী প্রবণতা থেকে সরকার, দুই সিটি করপোরেশন এবং নগরবাসী সবাইকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় পথের পাশে এবং প্রতিটি বাড়িতে গাছ রোপণে প্রয়োজনে বাধ্যবাধকতা আরোপ করতে হবে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
বৃক্ষ নিধন
বন্ধ হোক আত্মঘাতী প্রবণতা
বন্ধ হোক আত্মঘাতী প্রবণতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর