ডেঙ্গু আগ্রাসন এ বছর শুরু হয়েছে বর্ষা নয়, গ্রীষ্ম মৌসুমে। সাধারণত প্রাণঘাতী ডেঙ্গুর আবির্ভাব ঘটে বর্ষাকালে। এ বছর বর্ষা মৌসুমের আগেই হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তির ঘটনা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যুর ঘটনা এই ভয়াবহ রোগের আগ্রাসনের চিত্রই তুলে ধরছে। গত বছর দেশের হাসপাতালগুলোতে প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এ বছর সে সংখ্যা প্রায় ৬০ গুণ বেশি। গত বছর প্রথম ৫ মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ বছর ১৩ জনকে এ ভয়ংকর রোগে প্রাণ হারাতে হয়েছে। ডেঙ্গুর আগ্রাসন বন্ধের সবচেয়ে প্রকৃষ্ট উপায় হলো বর্ষা মৌসুমের আগেই ব্যাপকভাবে মশা নিধন শুরু করা। এ বছর এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের তোড়জোড় চোখে পড়ছে না। কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠলে নগরবাসী কৃতার্থ হবেন।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা