ডেঙ্গু আগ্রাসন এ বছর শুরু হয়েছে বর্ষা নয়, গ্রীষ্ম মৌসুমে। সাধারণত প্রাণঘাতী ডেঙ্গুর আবির্ভাব ঘটে বর্ষাকালে। এ বছর বর্ষা মৌসুমের আগেই হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তির ঘটনা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যুর ঘটনা এই ভয়াবহ রোগের আগ্রাসনের চিত্রই তুলে ধরছে। গত বছর দেশের হাসপাতালগুলোতে প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এ বছর সে সংখ্যা প্রায় ৬০ গুণ বেশি। গত বছর প্রথম ৫ মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ বছর ১৩ জনকে এ ভয়ংকর রোগে প্রাণ হারাতে হয়েছে। ডেঙ্গুর আগ্রাসন বন্ধের সবচেয়ে প্রকৃষ্ট উপায় হলো বর্ষা মৌসুমের আগেই ব্যাপকভাবে মশা নিধন শুরু করা। এ বছর এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের তোড়জোড় চোখে পড়ছে না। কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠলে নগরবাসী কৃতার্থ হবেন।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
ডেঙ্গু আগ্রাসন
বর্ষার আগেই অশুভ পদধ্বনি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর