ডেঙ্গু আগ্রাসন এ বছর শুরু হয়েছে বর্ষা নয়, গ্রীষ্ম মৌসুমে। সাধারণত প্রাণঘাতী ডেঙ্গুর আবির্ভাব ঘটে বর্ষাকালে। এ বছর বর্ষা মৌসুমের আগেই হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তির ঘটনা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যুর ঘটনা এই ভয়াবহ রোগের আগ্রাসনের চিত্রই তুলে ধরছে। গত বছর দেশের হাসপাতালগুলোতে প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এ বছর সে সংখ্যা প্রায় ৬০ গুণ বেশি। গত বছর প্রথম ৫ মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ বছর ১৩ জনকে এ ভয়ংকর রোগে প্রাণ হারাতে হয়েছে। ডেঙ্গুর আগ্রাসন বন্ধের সবচেয়ে প্রকৃষ্ট উপায় হলো বর্ষা মৌসুমের আগেই ব্যাপকভাবে মশা নিধন শুরু করা। এ বছর এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের তোড়জোড় চোখে পড়ছে না। কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠলে নগরবাসী কৃতার্থ হবেন।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
ডেঙ্গু আগ্রাসন
বর্ষার আগেই অশুভ পদধ্বনি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর