ডেঙ্গু আগ্রাসন এ বছর শুরু হয়েছে বর্ষা নয়, গ্রীষ্ম মৌসুমে। সাধারণত প্রাণঘাতী ডেঙ্গুর আবির্ভাব ঘটে বর্ষাকালে। এ বছর বর্ষা মৌসুমের আগেই হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তির ঘটনা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যুর ঘটনা এই ভয়াবহ রোগের আগ্রাসনের চিত্রই তুলে ধরছে। গত বছর দেশের হাসপাতালগুলোতে প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এ বছর সে সংখ্যা প্রায় ৬০ গুণ বেশি। গত বছর প্রথম ৫ মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ বছর ১৩ জনকে এ ভয়ংকর রোগে প্রাণ হারাতে হয়েছে। ডেঙ্গুর আগ্রাসন বন্ধের সবচেয়ে প্রকৃষ্ট উপায় হলো বর্ষা মৌসুমের আগেই ব্যাপকভাবে মশা নিধন শুরু করা। এ বছর এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের তোড়জোড় চোখে পড়ছে না। কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠলে নগরবাসী কৃতার্থ হবেন।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
ডেঙ্গু আগ্রাসন
বর্ষার আগেই অশুভ পদধ্বনি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর