ডেঙ্গু আগ্রাসন এ বছর শুরু হয়েছে বর্ষা নয়, গ্রীষ্ম মৌসুমে। সাধারণত প্রাণঘাতী ডেঙ্গুর আবির্ভাব ঘটে বর্ষাকালে। এ বছর বর্ষা মৌসুমের আগেই হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এ বছর এক দিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তির ঘটনা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যুর ঘটনা এই ভয়াবহ রোগের আগ্রাসনের চিত্রই তুলে ধরছে। গত বছর দেশের হাসপাতালগুলোতে প্রথম ৫ মাসে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এ বছর সে সংখ্যা প্রায় ৬০ গুণ বেশি। গত বছর প্রথম ৫ মাসে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ বছর ১৩ জনকে এ ভয়ংকর রোগে প্রাণ হারাতে হয়েছে। ডেঙ্গুর আগ্রাসন বন্ধের সবচেয়ে প্রকৃষ্ট উপায় হলো বর্ষা মৌসুমের আগেই ব্যাপকভাবে মশা নিধন শুরু করা। এ বছর এ বিষয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের তোড়জোড় চোখে পড়ছে না। কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠলে নগরবাসী কৃতার্থ হবেন।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
ডেঙ্গু আগ্রাসন
বর্ষার আগেই অশুভ পদধ্বনি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর