উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রাম মহানগরীতে ১০ হাজার ব্যাটারিচালিত রিকশা অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারিচালিত অবৈধ রিকশা পথেঘাটে চলছে রাজনৈতিক নেতা, ছাত্র শ্রমিক নেতা নামধারী এবং পুলিশের কিছু সদস্যের আনুকূল্যে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম শহরজুড়ে ১০ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে এসব রিকশা চলাচল নিষিদ্ধ। কিন্তু রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী এবং পুলিশের কিছু সদস্য নির্দিষ্ট চাঁদার বিনিময়ে এসব রিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিকশা মালিক ও চালকদের সমিতির নাম ভাঙিয়ে এসব চাঁদা আদায় করা হয়। নগরীর নাসিরাবাদ, পলিটেকনিক, হিলভিউ, হামজারবাগ, চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, হালিশহর, ইপিজেড, পতেঙ্গা, সদরঘাটসহ অন্তত ২০টি প্রান্তিক এলাকায় এসব রিকশার দাপট সবচেয়ে বেশি। সরকারদলীয় বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে কিছু রাজনৈতিক ও শ্রমিক নেতা, স্থানীয় প্রভাবশালীরা ‘রিকশা চলাচলে কেউ বাধা দেবে না’ এমন আশ্বাস দিয়ে প্রতিটি রিকশা থেকে দিনে ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করে। সেই হিসাবে নগরীর ১০ হাজার রিকশা থেকে প্রতিদিন ১ কোটি টাকার বেশি চাঁদা ওঠে। পরে ওই চাঁদার ভাগ সংশ্লিষ্টদের কাছে চলে যায়। চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সারা দেশের একটি সাধারণ চিত্র। এমনকি রাজধানীতেও প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট রয়েছে। সর্বত্রই এ অবৈধ রিকশার চলাচল সম্ভব হচ্ছে চাঁদাবাজ চক্রের যোগসাজশে। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ভাষ্য, তারা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালান। দিনে এগুলো মূল সড়কে এলেই জব্দ করা হয়। তবে লোকবল স্বল্পতার কারণে অলিগলিতে সব সময় অভিযান চালানো সম্ভব হয় না। এমন ভাষ্য যে সারা দেশের ট্রাফিক পুলিশের তা সহজেই অনুমেয়। তবে বাস্তব ব্যাটারিচালিত রিকশার সঙ্গে পকেট স্ফীত হওয়ার বিষয় থাকায় তারা যে সবকিছু দেখেও না দেখার ভান করছেন এটি ওপেন সিক্রেট। ব্যাটারিচালিত রিকশা বন্ধে সেই স্বার্থের গায়ে আঘাত হানতে হবে।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের