নকল-ভেজালের ভিড়ে দেশে আসল পণ্য পাওয়াই যেন দায় হয়ে পড়েছে। এমন কোনো খাদ্যপণ্য নেই যেখানে নকল কিংবা ভেজালের অপছায়া নেই। সারা দেশে অপ্রতিরোধ্য গতিতে চলছে ভেজালের জমজমাট ব্যবসা। সেমাই, সরিষার তেল, গুঁড়া মসলা, সাবান, শ্যাম্পু, কসমেটিকস, গুঁড়া দুধ, শিশুখাদ্য থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধেও ভেজাল থেকে নিস্তার নেই। নকলের ভিড়ে আসল পণ্য চেনাই দায় হয়ে পড়েছে। বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক হুবহু নকল করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে ভেজাল সিন্ডিকেট। অভিযান, গ্রেফতার, কিংবা শাস্তিতেও থামছে না ভেজাল পণ্যের দৌরাত্ম্য। ঘি তৈরির প্রধান উপকরণ দুধ হলেও সয়াবিন ও ডালডা দিয়ে তৈরি হয় নকল ঘি। বিএসটিআইয়ের লোগো লাগিয়ে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা হয় সেই শতভাগ ভেজাল ঘি। রাজধানীজুড়ে নকল কারখানায় পানি বোতলজাত করে ‘মিনারেল ওয়াটার’ নামে বিক্রি করা হচ্ছে। অপরিপক্ব ফল পাকাতে, মাছ সংরক্ষণে কেমিক্যাল ব্যবহার হচ্ছে অবাধে। কৃষিপণ্যেও মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক। নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও রহস্যজনক কারণে কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো নজির নেই। জরিমানা ও কারখানা সাময়িক বন্ধ হলেও একই ধরনের অপকর্মে তারা আবারও লিপ্ত হয়। গ্রামপর্যায়ের মুড়ি প্রস্তুতকারক থেকে শুরু করে কিছু ব্র্যান্ড প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যেও ভেজাল পাওয়া যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। মাছ, শাক-সবজিতে ফরমালিন, ভোজ্য তেলে অতিরিক্ত ট্রান্সফ্যাট, মসলায় রং, মুড়িতে ইউরিয়া, গরুর দুধে পাউডার ও পানির মিশ্রণ ওপেন সিক্রেট। অবস্থাদৃষ্টে মনে হয়, ভেজাল আমাদের দেশের ব্যবসায়ীদের অভ্যাসে পরিণত হয়েছে। নকল-ভেজাল বন্ধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে এ ঘৃণ্য কাজের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তুলতে হবে। নকল-ভেজালের বিরুদ্ধে মসজিদ মন্দিরসহ উপাসনালয়গুলোতেও ব্যাপক প্রচারণা চালানো দরকার।
শিরোনাম
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
ভেজালের দৌরাত্ম্য
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর