বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রতিদিনই পাচার হয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রায় আমদানি করা বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল। বাংলাদেশ সীমান্তের আরাকান রাজ্যের সঙ্গে গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের অন্যান্য রাজ্যের যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশ থেকে চোরাচালান হয়ে যাওয়া জ্বালানি ও ভোজ্য তেল তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারে জ্বালানি ও ভোজ্য তেলের দাম বাংলাদেশের তুলনায় কয়েকগুণ বেশি। রাতের আঁধারে সাগরতীরের বিভিন্ন পয়েন্ট দিয়ে তেল পাচারের খবর পেয়ে কক্সবাজারের র্যাব-১৫ সদস্যরা আকস্মিক অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ লিটার অকটেন উদ্ধার করেছেন। সেই সঙ্গে অকটেন পাচারে জড়িত ছয় পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার অকটেন ৬৯টি প্লাস্টিক কনটেইনারে করে নৌকায় পাচার করা হচ্ছিল মিয়ানমারে। পাচারকারীরা উখিয়ার একটি তেলের পাম্প থেকে প্রতি লিটারে ১৩৫ টাকা করে অকটেন কিনে নিয়ে যাচ্ছিল। মিয়ানমারের মংডু শহরে প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১ হাজার ৪৫০ টাকা। প্রতি লিটার অকটেনের দাম ৬০০ টাকা ও প্রতি লিটার ডিজেলের দাম ৪০০ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর ব্রিজের ওপর বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ অভিমুখী দুটি পিকআপ ভ্যান আটক করে। গ্রেফতার হওয়া পাচারকারীরা পিকআপে করেই ৬৯টি কনটেইনারে ভরে বিপুল পরিমাণ অকটেন মিয়ানমারমুখী নৌকায় করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কক্সবাজারের মিয়ানমার সীমান্ত অঞ্চলের কুখ্যাতি ছিল মাদক পাচারের জন্য। প্রতিবেশী দেশ থেকে বিপুল পরিমাণ মাদক আসত বাংলাদেশে। এখন মাদকের চেয়ে লাভজনক হয়ে উঠেছে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান। বাংলাদেশ জ্বালানি ও ভোজ্য তেলের জন্য বিদেশনির্ভর। বৈদেশিক মুদ্রা ব্যয় করে যে জ্বালানি ও ভোজ্য তেল আমদানি হচ্ছে তা মিয়ানমারে পাচার করার বিনিময়ে আসছে মাদকদ্রব্য। এর ফলে তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। যা অবসানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও তৎপর হতে হবে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
জ্বালানি ও ভোজ্য তেল পাচার
বিজিবিকে তৎপর হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর