বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রতিদিনই পাচার হয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রায় আমদানি করা বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল। বাংলাদেশ সীমান্তের আরাকান রাজ্যের সঙ্গে গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের অন্যান্য রাজ্যের যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশ থেকে চোরাচালান হয়ে যাওয়া জ্বালানি ও ভোজ্য তেল তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারে জ্বালানি ও ভোজ্য তেলের দাম বাংলাদেশের তুলনায় কয়েকগুণ বেশি। রাতের আঁধারে সাগরতীরের বিভিন্ন পয়েন্ট দিয়ে তেল পাচারের খবর পেয়ে কক্সবাজারের র্যাব-১৫ সদস্যরা আকস্মিক অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ লিটার অকটেন উদ্ধার করেছেন। সেই সঙ্গে অকটেন পাচারে জড়িত ছয় পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার অকটেন ৬৯টি প্লাস্টিক কনটেইনারে করে নৌকায় পাচার করা হচ্ছিল মিয়ানমারে। পাচারকারীরা উখিয়ার একটি তেলের পাম্প থেকে প্রতি লিটারে ১৩৫ টাকা করে অকটেন কিনে নিয়ে যাচ্ছিল। মিয়ানমারের মংডু শহরে প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১ হাজার ৪৫০ টাকা। প্রতি লিটার অকটেনের দাম ৬০০ টাকা ও প্রতি লিটার ডিজেলের দাম ৪০০ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর ব্রিজের ওপর বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ অভিমুখী দুটি পিকআপ ভ্যান আটক করে। গ্রেফতার হওয়া পাচারকারীরা পিকআপে করেই ৬৯টি কনটেইনারে ভরে বিপুল পরিমাণ অকটেন মিয়ানমারমুখী নৌকায় করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কক্সবাজারের মিয়ানমার সীমান্ত অঞ্চলের কুখ্যাতি ছিল মাদক পাচারের জন্য। প্রতিবেশী দেশ থেকে বিপুল পরিমাণ মাদক আসত বাংলাদেশে। এখন মাদকের চেয়ে লাভজনক হয়ে উঠেছে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান। বাংলাদেশ জ্বালানি ও ভোজ্য তেলের জন্য বিদেশনির্ভর। বৈদেশিক মুদ্রা ব্যয় করে যে জ্বালানি ও ভোজ্য তেল আমদানি হচ্ছে তা মিয়ানমারে পাচার করার বিনিময়ে আসছে মাদকদ্রব্য। এর ফলে তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। যা অবসানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও তৎপর হতে হবে।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা