বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রতিদিনই পাচার হয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রায় আমদানি করা বিপুল পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল। বাংলাদেশ সীমান্তের আরাকান রাজ্যের সঙ্গে গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের অন্যান্য রাজ্যের যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশ থেকে চোরাচালান হয়ে যাওয়া জ্বালানি ও ভোজ্য তেল তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারে জ্বালানি ও ভোজ্য তেলের দাম বাংলাদেশের তুলনায় কয়েকগুণ বেশি। রাতের আঁধারে সাগরতীরের বিভিন্ন পয়েন্ট দিয়ে তেল পাচারের খবর পেয়ে কক্সবাজারের র্যাব-১৫ সদস্যরা আকস্মিক অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ লিটার অকটেন উদ্ধার করেছেন। সেই সঙ্গে অকটেন পাচারে জড়িত ছয় পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার অকটেন ৬৯টি প্লাস্টিক কনটেইনারে করে নৌকায় পাচার করা হচ্ছিল মিয়ানমারে। পাচারকারীরা উখিয়ার একটি তেলের পাম্প থেকে প্রতি লিটারে ১৩৫ টাকা করে অকটেন কিনে নিয়ে যাচ্ছিল। মিয়ানমারের মংডু শহরে প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১ হাজার ৪৫০ টাকা। প্রতি লিটার অকটেনের দাম ৬০০ টাকা ও প্রতি লিটার ডিজেলের দাম ৪০০ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর ব্রিজের ওপর বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ অভিমুখী দুটি পিকআপ ভ্যান আটক করে। গ্রেফতার হওয়া পাচারকারীরা পিকআপে করেই ৬৯টি কনটেইনারে ভরে বিপুল পরিমাণ অকটেন মিয়ানমারমুখী নৌকায় করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কক্সবাজারের মিয়ানমার সীমান্ত অঞ্চলের কুখ্যাতি ছিল মাদক পাচারের জন্য। প্রতিবেশী দেশ থেকে বিপুল পরিমাণ মাদক আসত বাংলাদেশে। এখন মাদকের চেয়ে লাভজনক হয়ে উঠেছে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান। বাংলাদেশ জ্বালানি ও ভোজ্য তেলের জন্য বিদেশনির্ভর। বৈদেশিক মুদ্রা ব্যয় করে যে জ্বালানি ও ভোজ্য তেল আমদানি হচ্ছে তা মিয়ানমারে পাচার করার বিনিময়ে আসছে মাদকদ্রব্য। এর ফলে তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। যা অবসানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও তৎপর হতে হবে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
জ্বালানি ও ভোজ্য তেল পাচার
বিজিবিকে তৎপর হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর