অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যসেবা বেহাল হয়ে পড়লেও দেখার কেউ নেই। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদফতরের মতো স্বাস্থ্যের কর্তাব্যক্তিরাও কেনাকাটার ক্ষেত্রে সক্রিয়। কারণ পকেটপূর্তির সুযোগ থাকে। ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ এটি কেনাকাটার সঙ্গে জড়িত স্বাস্থ্য কর্তাদের যেহেতু কম জানা নয়, সেহেতু তারা সুযোগ পেলেই যন্ত্রপাতি কেনার আগ্রহ দেখান। কিন্তু সেই যন্ত্র ব্যবহার হচ্ছে কি না, যন্ত্র চালানোর লোকবল আছে কি না এ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ফলে যা হওয়ার তাই ঘটছে। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ১০ কোটি টাকা মূল্যের ‘লিনিয়ার এক্সিলেটর’ মেশিন ১২ বছর ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অন্যতম জরুরি রেডিওথেরাপি মেশিন ছয়টি। এর চারটিই নষ্ট হয়ে পড়ে রয়েছে। দুটি মেশিন দিয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও স্বজনদের। এ চিত্র শুধু দুটি হাসপাতালের নয়, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের বছরের পর বছর যন্ত্রপাতি নষ্ট। অনেক জায়গায় বাক্সবন্দি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা যন্ত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অনেক হাসপাতালে আইসিইউ স্থাপন এবং এমআরআই মেশিন বসানো হলেও তা আর চালু করা হয়নি। এসব মেশিন পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়নি জনবল। ফলে যা ঘটার তাই ঘটছে। সরকারি হাসপাতালে দামি মেশিন থাকলেও বাড়তি খরচ করে ছুটতে হয় ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ রয়েছে- সরকারি হাসপাতালের করিৎকর্মা কর্মচারীরা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যোগসাজশে নিজেদের যন্ত্রপাতি অচল করে রাখেন। সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে কমিশনও পান তারা। আশার কথা, নতুন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা মোকাবিলায় সক্রিয় বলে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমরা আশা করব, সর্বস্তরের অব্যবস্থা অবসানে তার সক্রিয়তা অব্যাহত থাকবে।
শিরোনাম
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
বাক্সবন্দি যন্ত্রপাতি
অবরুদ্ধ হয়ে পড়ছে স্বাস্থ্যসেবা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর