অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যসেবা বেহাল হয়ে পড়লেও দেখার কেউ নেই। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদফতরের মতো স্বাস্থ্যের কর্তাব্যক্তিরাও কেনাকাটার ক্ষেত্রে সক্রিয়। কারণ পকেটপূর্তির সুযোগ থাকে। ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ এটি কেনাকাটার সঙ্গে জড়িত স্বাস্থ্য কর্তাদের যেহেতু কম জানা নয়, সেহেতু তারা সুযোগ পেলেই যন্ত্রপাতি কেনার আগ্রহ দেখান। কিন্তু সেই যন্ত্র ব্যবহার হচ্ছে কি না, যন্ত্র চালানোর লোকবল আছে কি না এ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ফলে যা হওয়ার তাই ঘটছে। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ১০ কোটি টাকা মূল্যের ‘লিনিয়ার এক্সিলেটর’ মেশিন ১২ বছর ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অন্যতম জরুরি রেডিওথেরাপি মেশিন ছয়টি। এর চারটিই নষ্ট হয়ে পড়ে রয়েছে। দুটি মেশিন দিয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও স্বজনদের। এ চিত্র শুধু দুটি হাসপাতালের নয়, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের বছরের পর বছর যন্ত্রপাতি নষ্ট। অনেক জায়গায় বাক্সবন্দি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা যন্ত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অনেক হাসপাতালে আইসিইউ স্থাপন এবং এমআরআই মেশিন বসানো হলেও তা আর চালু করা হয়নি। এসব মেশিন পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়নি জনবল। ফলে যা ঘটার তাই ঘটছে। সরকারি হাসপাতালে দামি মেশিন থাকলেও বাড়তি খরচ করে ছুটতে হয় ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ রয়েছে- সরকারি হাসপাতালের করিৎকর্মা কর্মচারীরা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যোগসাজশে নিজেদের যন্ত্রপাতি অচল করে রাখেন। সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে কমিশনও পান তারা। আশার কথা, নতুন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা মোকাবিলায় সক্রিয় বলে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমরা আশা করব, সর্বস্তরের অব্যবস্থা অবসানে তার সক্রিয়তা অব্যাহত থাকবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
বাক্সবন্দি যন্ত্রপাতি
অবরুদ্ধ হয়ে পড়ছে স্বাস্থ্যসেবা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর