অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যসেবা বেহাল হয়ে পড়লেও দেখার কেউ নেই। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদফতরের মতো স্বাস্থ্যের কর্তাব্যক্তিরাও কেনাকাটার ক্ষেত্রে সক্রিয়। কারণ পকেটপূর্তির সুযোগ থাকে। ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ এটি কেনাকাটার সঙ্গে জড়িত স্বাস্থ্য কর্তাদের যেহেতু কম জানা নয়, সেহেতু তারা সুযোগ পেলেই যন্ত্রপাতি কেনার আগ্রহ দেখান। কিন্তু সেই যন্ত্র ব্যবহার হচ্ছে কি না, যন্ত্র চালানোর লোকবল আছে কি না এ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ফলে যা হওয়ার তাই ঘটছে। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ১০ কোটি টাকা মূল্যের ‘লিনিয়ার এক্সিলেটর’ মেশিন ১২ বছর ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অন্যতম জরুরি রেডিওথেরাপি মেশিন ছয়টি। এর চারটিই নষ্ট হয়ে পড়ে রয়েছে। দুটি মেশিন দিয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও স্বজনদের। এ চিত্র শুধু দুটি হাসপাতালের নয়, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের বছরের পর বছর যন্ত্রপাতি নষ্ট। অনেক জায়গায় বাক্সবন্দি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা যন্ত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অনেক হাসপাতালে আইসিইউ স্থাপন এবং এমআরআই মেশিন বসানো হলেও তা আর চালু করা হয়নি। এসব মেশিন পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়নি জনবল। ফলে যা ঘটার তাই ঘটছে। সরকারি হাসপাতালে দামি মেশিন থাকলেও বাড়তি খরচ করে ছুটতে হয় ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ রয়েছে- সরকারি হাসপাতালের করিৎকর্মা কর্মচারীরা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যোগসাজশে নিজেদের যন্ত্রপাতি অচল করে রাখেন। সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গেলে কমিশনও পান তারা। আশার কথা, নতুন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা মোকাবিলায় সক্রিয় বলে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমরা আশা করব, সর্বস্তরের অব্যবস্থা অবসানে তার সক্রিয়তা অব্যাহত থাকবে।
শিরোনাম
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
বাক্সবন্দি যন্ত্রপাতি
অবরুদ্ধ হয়ে পড়ছে স্বাস্থ্যসেবা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর