অস্ত্রোপচারের সময় চেতনা নাশের জন্য যে অ্যানেসথেসিয়া ব্যবহার করা হয় তা নকল ও ভেজাল হওয়ায় কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। বিশেষত শিশুদের ওপর নকল ভেজাল অ্যানেসথেসিয়ার ব্যবহার বিপর্যয় ডেকে আনছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর মতো দেশের সবচেয়ে মর্যাদাবান চিকিৎসা প্রতিষ্ঠানেও ভেজাল অ্যানেসথেসিয়া ব্যবহারের পরিণতিতে তিন শিশু মারা গেছে। স্মর্তব্য, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়ার জন্য ব্যবহৃত ব্যয়সাশ্রয়ী ওষুধ হ্যালোথেনের ক্ষতিকর শারীরিক ও পরিবেশগত প্রভাবের কারণে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটি নিষিদ্ধ করেছে। দেশে হ্যালোসিন ব্র্যান্ড নামেই এটি উৎপাদন করত এসিআই ফার্মাসিউটিক্যালস। গত বছর বাংলাদেশে এর উৎপাদন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে কিছু হাসপাতালে হ্যালোথেন মজুত ছিল। মজুত কমে যাওয়ায় নকল হ্যালোথেন দেশের বাজারে ঢুকে যায়। চার মাসের ব্যবধানে বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের বয়স পাঁচ বছরের কম। তারা ছিল শ্রবণপ্রতিবন্ধী। শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শ্রবণ সহায়তায় কানে বিশেষ যন্ত্র ‘কক্লিয়ার’ স্থাপন করা হয়। এ তিন শিশুকেও কক্লিয়ার স্থাপনের আগে বিশেষ যন্ত্রের মাধ্যমে অজ্ঞান করার জন্য হ্যালোথেন দেওয়া হয়েছিল। তাদের একজন মারা গেছে গত বছরের ৯ ডিসেম্বর, এরপর একজন ১০ জানুয়ারি এবং শেষ জন ৩০ জানুয়ারি। পরে সায়েন্সল্যাবে পাঠানো হয় তিন শিশুর ওপর ব্যবহৃত হ্যালোথেনের নমুনা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ওষুধটি ছিল ভেজাল। তাতে হ্যালোথেনের বদলে ৫৮টি অন্য উপাদান পাওয়া যায়। এর ফলে নিশ্চিত হওয়া যায় বাজারে যে হ্যালোথেন রয়েছে তার একাংশ নকল ভেজাল। এমনিতেই হ্যালোথেনে ক্ষতিকর শারীরিক ও পরিবেশগত অপপ্রভাবের কারণে যুক্তরাষ্ট্র তা নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন কোম্পানির অনুমোদন নিয়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি তা উৎপাদন করত তারাও উৎপাদন ও বাজারজাত বন্ধ করেছে। এ প্রেক্ষাপটে সারা দেশে হ্যালোথেন ব্যবহার নিষিদ্ধ করা উচিত। নকলকারীদের আইনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
চেতনানাশক অ্যানেসথেসিয়া
জালিয়াতদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর