সরকারি আমলা ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি সারা দেশের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। দেশবাসীর ট্যাক্সের টাকায় পোষা হয় প্রজাতন্ত্রের কর্মচারীদের। কিন্তু দেশবাসীর প্রতি তাদের আচরণ প্রভুসুলভ। কর্মচারী যখন প্রভুর ভূমিকায় অবতীর্ণ হয় তখন দেশবাসীর অবস্থা কী দাঁড়ায় তা একটি বড় মাপের প্রশ্ন। বলা হয়ে থাকে দেশের এমন কোনো সরকারি দফতর নেই যেখানে দুর্নীতি নেই। উৎকোচ ছাড়া সরকারি অফিসে কাজ হয় না এটি একটি সর্বজনস্বীকৃত অভিজ্ঞতা। সরকারি চাকরিজীবীদের মধ্যে কেউ সৎ নেই এমনটি বলা হবে সত্যের অপলাপ। তবে তাদের সংখ্যা এতই কম যে সে ক্ষেত্রে হয়তো দুরবিন কিংবা অনুবীক্ষণ যন্ত্রের আশ্রয় নিতে হবে। দেশে এখন ৭-৮ লাখ কোটি টাকার বাজেট তৈরি হয় জনগণের দেওয়া ট্যাক্স এবং ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণের ওপর ভিত্তি করে। আগামী অর্থবছরের জন্যও প্রায় ৮ লাখ কোটি টাকার মেগা বাজেট প্রণয়ন করা হয়েছে এবং তা এখন সংসদে অনুমোদনের অপেক্ষায়। এ বাজেটের সিংহভাগ ব্যয় হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা সুযোগ-সুবিধা এবং অন্যান্য খাতে। বাজেটের এক অতি ক্ষুদ্র অংশ ব্যয় হয় উন্নয়ন বাজেট হিসেবে। প্রতি বছর উন্নয়ন বাজেটের এক বড় অংশ বাস্তবায়িত হয় না প্রজাতন্ত্রের কর্মচারীদের গাফিলতির কারণে। আর যেগুলো বাস্তবায়িত হয় সেগুলোর বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মচারী নামধারী প্রভু-মহাপ্রভুদের উৎকোচের চাহিদা মেটাতে গিয়ে কাজের কোনো মান থাকে না। প্রতি বছর প্রজাতন্ত্রের কর্মচারীদের অসৎ অংশ যে লুটপাট করেন তার পরিমাণ অন্তত দুই থেকে তিন লাখ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে মাত্র তিন-চারজনের সম্পদের যে তালিকা ফাঁস হয়েছে তা ভিরমি খাওয়ার মতো। আমাদের এই ভূখণ্ডে দুর্নীতি ছিল সেই আদিকালেও। দুর্নীতি ছিল পাঠান-মুঘল-ব্রিটিশ-পাকিস্তানি শাসনামলেও। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা। কিন্তু সে স্বপ্ন থেকে দেশ যে বহু দূরে তা স্পষ্ট। প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতির কারণে দেশের আর্থসামাজিক ব্যবস্থায় অসন্তুষ্টি বাড়ছে। তা ঠেকাতে নিজেদের স্বার্থেই সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
দুর্নীতির রাহুগ্রাস
ওদের থাবা ভাঙতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর