বিশ্ব মন্দার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি দুই বছর ধরে প্রতিকূল অবস্থায়। করোনায় দুই বছর লাগাতার ধকলের সম্মুখীন হয়েছে বিশ্ব অর্থনীতি। সেটি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন যুদ্ধ মন্দায় মদত জুগিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞ ঘনীভূত করেছে সংকট। জ্বালানি তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এসব ধকল মোকাবিলা করতে দেশের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে ঠিক সেই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলন সামনে রেখে অশুভ মহলের ধ্বংসযজ্ঞে পক্ষকাল ধরে যে উৎপাদন ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বলা যায়, অর্থনীতি এখন গিরিখাদে পতিত হওয়ার মতো সংকটে। আকস্মিক ছাত্র আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট ধ্বংসাত্মক কর্মসূচির ফলে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে। সামষ্টিক অর্থনীতি উল্টো পথে হাঁটছে। অচলাবস্থার অবসান হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় দেশে ও দেশের বাইরের ভার্চুয়াল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যা এখনো পুরোপুরি সচল হয়নি। ব্যবসা-প্রতিষ্ঠানগুলো খোলা হলেও চলমান কারফিউ ও চলাচলে বিধিনিষেধের কারণে উৎপাদন, বিপণন এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশের সামষ্টিক অর্থনীতি এখন অপূরণীয় ক্ষতির মুখে। ফলে বিদেশি বায়ার ও স্টেকহোল্ডারদের কাছে বড় ধরনের ভুল সংকেত যাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মতে, চলমান পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির সব খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্মে অস্বাভাবিক এবং চরম মন্দা পরিস্থিতি বিরাজ করছে। মানুষ এখন কী খাবে সেটা নিয়ে দুশ্চিন্তা করছে। নতুন বিনিয়োগ আদৌ হবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে জিডিপি প্রবৃদ্ধি নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনৈতিক সংকট এখন সবদিক থেকে ধেয়ে আসছে। এ অবস্থার উত্তরণে সরকারকে ব্যবসাবান্ধব নীতি গ্রহণই শুধু নয়, আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে তা বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি যত্নবান হতে হবে।
শিরোনাম
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
- পিরোজপুরে আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি
- নেত্রকোনায় পিআইডির সেমিনার অনুষ্ঠিত
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান
- শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের
- অবসরে গেলেন বিচারপতি জিয়াউল করিম
- কুলাউড়ায় প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতার পেটে, ফেরত দিতে চিঠি
- ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন লুৎফুজ্জামান বাবর
- ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
- ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি
- নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
- শীতকালেও সানস্ক্রিন : কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
- নিজের তৈরী অণুজীব সার ব্যবহারে সফল কৃষক আজহারুল
- বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ; নিহত বেড়ে ২
- এক ওভারে পাঁচ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের
- মানিকগঞ্জে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ক্যারিবীয় পেসারকে শাস্তি দিলো আইসিসি
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে ১৩ নির্দেশনা
- নতুন মামলায় আনিসুল-ফারুকসহ ৯ জন গ্রেফতার
- কানপাকা রোগ কোনও ঠুনকো কিছু নয়
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
অর্থনৈতিক মন্দা
ব্যবসাবান্ধব পদক্ষেপ নিন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর