আরব পুনর্জাগরণে বিশ্বাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর ফলে বাশারের দুই যুগের শাসনামলের অবসান ঘটল। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদও ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত আমৃত্যু যিনি ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যে আরব পুনর্জাগরণে বিশ্বাসী বাথ পার্টির অস্তিত্বই বিলুপ্ত হওয়ার হুমকির মধ্যে পড়ল। মধ্যপ্রাচ্যে ইরান-সিরিয়া-রাশিয়ার জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসমর্থিত ‘অদৃশ্য জোটের’ জয়জয়কার ঘোষিত হলো। ইসরায়েল আরব দেশগুলোর মধ্যে সিরিয়াকে তাদের জন্য সবচেয়ে হুমকি হিসেবে ভাবত। বাশারের পতনের ফলে প্রকারান্তরে ইরানের জন্যও সৃষ্টি হলো নতুন বিপদ। ইসরায়েল ইতোমধ্যে সিরিয়ার গোলান মালভূমিতে নিজেদের দখল কায়েমের অভিলাষ ব্যক্ত করেছে। একসময় বাথ পার্টি ছিল আরব বিশ্বের সবচেয়ে সংগঠিত দল। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম ও সিরিয়ার প্রেসিডেন্ট মরহুম হাফিজ আল আসাদ ছিলেন বাথ পার্টির শক্তিমান নেতা। আরব ঐক্যের প্রবক্তাও ছিলেন তাঁরা। বাশার আল আসাদের বিরুদ্ধে ইরাকে বিদ্রোহ গড়ে তোলে আল-কায়েদাপন্থি একটি সংগঠন। যাদের অস্ত্র ও অর্থ সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। আরব রাজতন্ত্রগুলোর সমর্থনও ছিল বিদ্রোহীদের দিকে। বাশারকে জব্দ করতে যুক্তরাষ্ট্র আল-কায়েদাপন্থিদের সমর্থন জানালেও তাদের জয়কে কীভাবে নেবে তা স্পষ্ট নয়। ইসরায়েলও সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের কাছ থেকে সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা জিইয়ে রাখবে কি না, বড় মাপের প্রশ্ন। কারণ বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে এতকাল সুবিধা ভোগ করলেও সিরিয়ার জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে নতজানু ভূমিকা পালন করবে- তা ভাবাও কঠিন। সিরিয়ার স্বৈরাচারের পতন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এনে দেবে বলে যারা ভাবছেন, তারা আহাম্মকের স্বর্গেই বসবাস করছেন। কারণ বিদ্রোহী নামে কথিত বিদেশি ভাড়াটেদের সঙ্গে সিরিয়ার পতিত কর্তৃত্ববাদী শাসকদের কোনো গুণগত পার্থক্য ছিল না। গণতন্ত্রের জন্য যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, তা যে সিরিয়ার নয়া শাসকদের নেই, তা স্পষ্ট। স্বৈরতন্ত্রের বিদায় অভিনন্দনযোগ্য হলেও জনগণের অর্জন কতটুকু, তা দেখার বিষয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বাশারের পতন
স্বৈরতন্ত্রের বিদায় অভিনন্দনযোগ্য
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর