আরব পুনর্জাগরণে বিশ্বাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর ফলে বাশারের দুই যুগের শাসনামলের অবসান ঘটল। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদও ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত আমৃত্যু যিনি ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যে আরব পুনর্জাগরণে বিশ্বাসী বাথ পার্টির অস্তিত্বই বিলুপ্ত হওয়ার হুমকির মধ্যে পড়ল। মধ্যপ্রাচ্যে ইরান-সিরিয়া-রাশিয়ার জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসমর্থিত ‘অদৃশ্য জোটের’ জয়জয়কার ঘোষিত হলো। ইসরায়েল আরব দেশগুলোর মধ্যে সিরিয়াকে তাদের জন্য সবচেয়ে হুমকি হিসেবে ভাবত। বাশারের পতনের ফলে প্রকারান্তরে ইরানের জন্যও সৃষ্টি হলো নতুন বিপদ। ইসরায়েল ইতোমধ্যে সিরিয়ার গোলান মালভূমিতে নিজেদের দখল কায়েমের অভিলাষ ব্যক্ত করেছে। একসময় বাথ পার্টি ছিল আরব বিশ্বের সবচেয়ে সংগঠিত দল। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম ও সিরিয়ার প্রেসিডেন্ট মরহুম হাফিজ আল আসাদ ছিলেন বাথ পার্টির শক্তিমান নেতা। আরব ঐক্যের প্রবক্তাও ছিলেন তাঁরা। বাশার আল আসাদের বিরুদ্ধে ইরাকে বিদ্রোহ গড়ে তোলে আল-কায়েদাপন্থি একটি সংগঠন। যাদের অস্ত্র ও অর্থ সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। আরব রাজতন্ত্রগুলোর সমর্থনও ছিল বিদ্রোহীদের দিকে। বাশারকে জব্দ করতে যুক্তরাষ্ট্র আল-কায়েদাপন্থিদের সমর্থন জানালেও তাদের জয়কে কীভাবে নেবে তা স্পষ্ট নয়। ইসরায়েলও সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের কাছ থেকে সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা জিইয়ে রাখবে কি না, বড় মাপের প্রশ্ন। কারণ বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে এতকাল সুবিধা ভোগ করলেও সিরিয়ার জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে নতজানু ভূমিকা পালন করবে- তা ভাবাও কঠিন। সিরিয়ার স্বৈরাচারের পতন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এনে দেবে বলে যারা ভাবছেন, তারা আহাম্মকের স্বর্গেই বসবাস করছেন। কারণ বিদ্রোহী নামে কথিত বিদেশি ভাড়াটেদের সঙ্গে সিরিয়ার পতিত কর্তৃত্ববাদী শাসকদের কোনো গুণগত পার্থক্য ছিল না। গণতন্ত্রের জন্য যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, তা যে সিরিয়ার নয়া শাসকদের নেই, তা স্পষ্ট। স্বৈরতন্ত্রের বিদায় অভিনন্দনযোগ্য হলেও জনগণের অর্জন কতটুকু, তা দেখার বিষয়।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
বাশারের পতন
স্বৈরতন্ত্রের বিদায় অভিনন্দনযোগ্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর