আরব পুনর্জাগরণে বিশ্বাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর ফলে বাশারের দুই যুগের শাসনামলের অবসান ঘটল। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদও ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত আমৃত্যু যিনি ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যে আরব পুনর্জাগরণে বিশ্বাসী বাথ পার্টির অস্তিত্বই বিলুপ্ত হওয়ার হুমকির মধ্যে পড়ল। মধ্যপ্রাচ্যে ইরান-সিরিয়া-রাশিয়ার জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসমর্থিত ‘অদৃশ্য জোটের’ জয়জয়কার ঘোষিত হলো। ইসরায়েল আরব দেশগুলোর মধ্যে সিরিয়াকে তাদের জন্য সবচেয়ে হুমকি হিসেবে ভাবত। বাশারের পতনের ফলে প্রকারান্তরে ইরানের জন্যও সৃষ্টি হলো নতুন বিপদ। ইসরায়েল ইতোমধ্যে সিরিয়ার গোলান মালভূমিতে নিজেদের দখল কায়েমের অভিলাষ ব্যক্ত করেছে। একসময় বাথ পার্টি ছিল আরব বিশ্বের সবচেয়ে সংগঠিত দল। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম ও সিরিয়ার প্রেসিডেন্ট মরহুম হাফিজ আল আসাদ ছিলেন বাথ পার্টির শক্তিমান নেতা। আরব ঐক্যের প্রবক্তাও ছিলেন তাঁরা। বাশার আল আসাদের বিরুদ্ধে ইরাকে বিদ্রোহ গড়ে তোলে আল-কায়েদাপন্থি একটি সংগঠন। যাদের অস্ত্র ও অর্থ সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। আরব রাজতন্ত্রগুলোর সমর্থনও ছিল বিদ্রোহীদের দিকে। বাশারকে জব্দ করতে যুক্তরাষ্ট্র আল-কায়েদাপন্থিদের সমর্থন জানালেও তাদের জয়কে কীভাবে নেবে তা স্পষ্ট নয়। ইসরায়েলও সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের কাছ থেকে সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা জিইয়ে রাখবে কি না, বড় মাপের প্রশ্ন। কারণ বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে এতকাল সুবিধা ভোগ করলেও সিরিয়ার জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে নতজানু ভূমিকা পালন করবে- তা ভাবাও কঠিন। সিরিয়ার স্বৈরাচারের পতন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এনে দেবে বলে যারা ভাবছেন, তারা আহাম্মকের স্বর্গেই বসবাস করছেন। কারণ বিদ্রোহী নামে কথিত বিদেশি ভাড়াটেদের সঙ্গে সিরিয়ার পতিত কর্তৃত্ববাদী শাসকদের কোনো গুণগত পার্থক্য ছিল না। গণতন্ত্রের জন্য যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, তা যে সিরিয়ার নয়া শাসকদের নেই, তা স্পষ্ট। স্বৈরতন্ত্রের বিদায় অভিনন্দনযোগ্য হলেও জনগণের অর্জন কতটুকু, তা দেখার বিষয়।
শিরোনাম
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া