শুভংকরের ফাঁকি বলে একটি কথা আমাদের দেশে বেশ প্রচলিত। রাষ্ট্রীয় হিসেবে যদি জনগণকে ধোঁকা দেওয়া সরকারের নীতিমালা হয়ে দাঁড়ায় তবে তা শুধু দেশবাসীর জন্যই বিড়ম্বনা ডেকে আনে না, দেশ পরিকল্পনার ক্ষেত্রে সরকারকেও প্রতিকূল অবস্থায় পড়তে হয়। যেমনটি হয়েছে বিগত সরকারের ক্ষেত্রে। ১৯৯৬ সালের আগ পর্যন্ত সরকারি তথ্যের ওপর মোটামুটি আস্থা রাখত দেশের মানুষ। বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য-উপাত্ত দেখানো হতো তা সত্যের কাছাকাছি বলেই ভাবা হতো। কিন্তু তারপর থেকে দেশের জনসংখ্যা, খাদ্য উৎপাদন, মাথাপিছু আয়, দরিদ্র সংখ্যা, গড় আয়ু, খেলাপি ঋণ, বেকারত্ব, জিডিপি, মূল্যস্ফীতি ইত্যাদি ক্ষেত্রে নিজেদের সাফল্যকে আকাশছোঁয়া বানাতে শুভংকরের ফাঁকিকে সরকারের নীতিমালা হিসেবে ধরা হয়। ২০০৮ সালের পর সরকারের কোন মন্ত্রণালয় কতটা শুভংকরের ফাঁকিতে শিরোপা লাভের যোগ্য তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ফলে দেশের জনসংখ্যা কম দেখানোর চেষ্টা চলে। খাদ্য উৎপাদনের বাস্তব চিত্র উপেক্ষিত হয় সরকারি পরিসংখ্যানে। মাথাপিছু আয়ের হার এতটাই বাড়ানো হয় যে, তা জনমনে ক্ষোভেরও কারণ হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের আওয়ামী সরকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৮৪ ডলার। অর্থাৎ টাকার হিসাবে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু এ অর্থ দেশের নিম্ন মধ্যবিত্তদের গড় আয়ের অনেক বেশি। ধনী ও উচ্চ মধ্যবিত্তদের আয় তা থেকে অনেক বেশি হলেও শতকরা ৫০ ভাগ নিম্ন আয়ের মানুষের গড় আয় এর এক-তৃতীয়াংশের সমান। ভুল তথ্য-উপাত্ত এবং দেশবাসীকে শুভংকরের ফাঁকি দিতে গিয়ে বিগত সরকার দেশ পরিচালনায় লেজেগোবরে অবস্থায় পতিত হয়। রেকর্ড পরিমাণ খাদ্য উৎপাদনের নামে দেশবাসীর বাহবা নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কোটি কোটি মণ চাল, গম আমদানি করে ঘাটতি পূরণ করতে হয়েছে। প্রতি বছর নিজেদের সাফল্য দেখাতে সবকিছু বাড়িয়ে দেখানো হলেও জনংখ্যা কম দেখানো হয়েছে কল্পিত সাফল্যের চিত্র ধরে রাখতে। খেলাপি ঋণের পরিমাণও কম দেখানো হয়েছে চোর-মহাচোরদের প্রশ্রয় দিতে। রাষ্ট্রীয় পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সরকারকে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা