অবিলম্বে জাতীয় নির্বাচন এখন জন-আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ২০২৫ নির্বাচনের বছর হিসেবেই যাত্রা শুরু করেছে। সদ্য বিদায়ি ২০২৪-এর শেষ প্রান্তে সরকারের তরফে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আর পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার চাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও ছয় মাস অর্থাৎ ২০২৬-এর জুন পর্যন্ত সময় লাগবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ২০২৬ তো নয়ই, ২০২৫-এর ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করতে চাচ্ছে না। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলেছে, ডিসেম্বর নয়- চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। দেশের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির সঙ্গে একমত অনেক রাজনৈতিক দল। তাদের মতে, সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে পতিত স্বৈরাচার নানাভাবে অপকৌশলের সুযোগ নেবে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাবে। পরিণামে বর্তমান সরকার বিতর্কিত হবে। নানান ক্ষেত্রে সমস্যা বাড়বে। কেননা অনির্বাচিত সরকার কখনোই নির্বাচিত সরকারের মতো সবল নয়। সুতরাং জনগণের ক্ষমতা যত দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে, সেটা দেশ ও জাতির জন্য ততই মঙ্গলকর। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার প্রয়োজন সত্য। কিন্তু সংস্কারের নামে বিলম্বিত নির্বাচন কারও কাম্য নয়। গণতন্ত্রে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কেউ সংস্কারের বিপক্ষে নয়। কিন্তু সব সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন নতুন সমস্যার প্রাদুর্ভাব ঘটতে পারে। নির্বাচনব্যবস্থা নিয়ে সার্বিক সংস্কারের কাজ বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। এ বিষয়ে নতুন জাতীয় সংসদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। অতএব অতিপ্রয়োজনীয় সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া দলগুলো নির্বাচনের জন্য স্বাভাবিকভাবেই চাপ বাড়াচ্ছে। যত দিন যাবে এ চাপ আরও বৃদ্ধি পাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি অটুট রাখতেই উচিত অতিপ্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা। না হলে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় একদিন অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
নির্বাচনের চাপ
সুস্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় জাতি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর