অবিলম্বে জাতীয় নির্বাচন এখন জন-আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ২০২৫ নির্বাচনের বছর হিসেবেই যাত্রা শুরু করেছে। সদ্য বিদায়ি ২০২৪-এর শেষ প্রান্তে সরকারের তরফে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আর পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার চাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও ছয় মাস অর্থাৎ ২০২৬-এর জুন পর্যন্ত সময় লাগবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ২০২৬ তো নয়ই, ২০২৫-এর ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করতে চাচ্ছে না। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলেছে, ডিসেম্বর নয়- চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। দেশের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির সঙ্গে একমত অনেক রাজনৈতিক দল। তাদের মতে, সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে পতিত স্বৈরাচার নানাভাবে অপকৌশলের সুযোগ নেবে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাবে। পরিণামে বর্তমান সরকার বিতর্কিত হবে। নানান ক্ষেত্রে সমস্যা বাড়বে। কেননা অনির্বাচিত সরকার কখনোই নির্বাচিত সরকারের মতো সবল নয়। সুতরাং জনগণের ক্ষমতা যত দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে, সেটা দেশ ও জাতির জন্য ততই মঙ্গলকর। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার প্রয়োজন সত্য। কিন্তু সংস্কারের নামে বিলম্বিত নির্বাচন কারও কাম্য নয়। গণতন্ত্রে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কেউ সংস্কারের বিপক্ষে নয়। কিন্তু সব সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন নতুন সমস্যার প্রাদুর্ভাব ঘটতে পারে। নির্বাচনব্যবস্থা নিয়ে সার্বিক সংস্কারের কাজ বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। এ বিষয়ে নতুন জাতীয় সংসদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। অতএব অতিপ্রয়োজনীয় সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া দলগুলো নির্বাচনের জন্য স্বাভাবিকভাবেই চাপ বাড়াচ্ছে। যত দিন যাবে এ চাপ আরও বৃদ্ধি পাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি অটুট রাখতেই উচিত অতিপ্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা। না হলে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় একদিন অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
নির্বাচনের চাপ
সুস্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় জাতি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর