অবিলম্বে জাতীয় নির্বাচন এখন জন-আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ২০২৫ নির্বাচনের বছর হিসেবেই যাত্রা শুরু করেছে। সদ্য বিদায়ি ২০২৪-এর শেষ প্রান্তে সরকারের তরফে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আর পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার চাইলে নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও ছয় মাস অর্থাৎ ২০২৬-এর জুন পর্যন্ত সময় লাগবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ২০২৬ তো নয়ই, ২০২৫-এর ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করতে চাচ্ছে না। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলেছে, ডিসেম্বর নয়- চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। দেশের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির সঙ্গে একমত অনেক রাজনৈতিক দল। তাদের মতে, সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে পতিত স্বৈরাচার নানাভাবে অপকৌশলের সুযোগ নেবে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাবে। পরিণামে বর্তমান সরকার বিতর্কিত হবে। নানান ক্ষেত্রে সমস্যা বাড়বে। কেননা অনির্বাচিত সরকার কখনোই নির্বাচিত সরকারের মতো সবল নয়। সুতরাং জনগণের ক্ষমতা যত দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে, সেটা দেশ ও জাতির জন্য ততই মঙ্গলকর। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার প্রয়োজন সত্য। কিন্তু সংস্কারের নামে বিলম্বিত নির্বাচন কারও কাম্য নয়। গণতন্ত্রে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কেউ সংস্কারের বিপক্ষে নয়। কিন্তু সব সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন নতুন সমস্যার প্রাদুর্ভাব ঘটতে পারে। নির্বাচনব্যবস্থা নিয়ে সার্বিক সংস্কারের কাজ বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। এ বিষয়ে নতুন জাতীয় সংসদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। অতএব অতিপ্রয়োজনীয় সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া দলগুলো নির্বাচনের জন্য স্বাভাবিকভাবেই চাপ বাড়াচ্ছে। যত দিন যাবে এ চাপ আরও বৃদ্ধি পাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি অটুট রাখতেই উচিত অতিপ্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা। না হলে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় একদিন অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা