পলিটেকনিক ছাত্ররা তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তারা সাফ সাফ বলে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লংমার্চ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের একাংশ কাফনের কাপড় পরে অংশ নেয়। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বুধবার যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীর লাখ লাখ মানুষ। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণে গত রবিবার তারা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে সমবেত হন দলে দলে। মহাসমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। রবিবার ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য স্থানেও তারা ছয় দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন। আমাদের মতে, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে কোনো যৌক্তিক বিষয় থাকলে তা মেনে নেওয়া উচিত। তবে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বদলে আন্দোলনের মাধ্যমে তা প্রত্যাহার দাবি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ প্রবণতা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আন্দোলন সভা-সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে অন্যদের পথ চলাচলের অধিকার ক্ষুণ্ন হোক তা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
পলিটেকনিক আন্দোলন
জনভোগান্তি কাম্য নয়
প্রিন্ট ভার্সন
