পলিটেকনিক ছাত্ররা তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তারা সাফ সাফ বলে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লংমার্চ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের একাংশ কাফনের কাপড় পরে অংশ নেয়। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বুধবার যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীর লাখ লাখ মানুষ। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণে গত রবিবার তারা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে সমবেত হন দলে দলে। মহাসমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। রবিবার ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য স্থানেও তারা ছয় দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন। আমাদের মতে, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে কোনো যৌক্তিক বিষয় থাকলে তা মেনে নেওয়া উচিত। তবে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বদলে আন্দোলনের মাধ্যমে তা প্রত্যাহার দাবি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ প্রবণতা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আন্দোলন সভা-সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে অন্যদের পথ চলাচলের অধিকার ক্ষুণ্ন হোক তা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
পলিটেকনিক আন্দোলন
জনভোগান্তি কাম্য নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর