পলিটেকনিক ছাত্ররা তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তারা সাফ সাফ বলে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লংমার্চ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের একাংশ কাফনের কাপড় পরে অংশ নেয়। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বুধবার যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীর লাখ লাখ মানুষ। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণে গত রবিবার তারা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে সমবেত হন দলে দলে। মহাসমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। রবিবার ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য স্থানেও তারা ছয় দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন। আমাদের মতে, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে কোনো যৌক্তিক বিষয় থাকলে তা মেনে নেওয়া উচিত। তবে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বদলে আন্দোলনের মাধ্যমে তা প্রত্যাহার দাবি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ প্রবণতা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আন্দোলন সভা-সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে অন্যদের পথ চলাচলের অধিকার ক্ষুণ্ন হোক তা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ