নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ দেশে প্রতিটি অনির্বাচিত সরকারের আমলে বিনিয়োগ মুখথুবড়ে পড়েছে। ব্যাহত হয়েছে জাতীয় অগ্রগতি। বাংলাদেশ গত পাঁচ দশকে যতটুকু এগিয়েছে, তার প্রায় সব কৃতিত্বই রাজনৈতিক সরকারগুলোর। নির্বাচনের সঙ্গে বিনিয়োগের যোগসূত্র সম্পর্কে জনসমর্থিত দলগুলোর বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং কায়েমী স্বার্থবাদীরা বোধগম্য কারণে নির্বাচনপন্থিদের তুলাধোনা করেন। গত শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা’ ও চ্যালেঞ্জ-সম্পর্কিত ছায়া সংসদে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনের নিরিখে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। ছায়া সংসদে নির্বাচন সম্পর্কিত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশে রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে গত আট মাসে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে খরা চলছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে যে ধস নামছে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ ক্ষুণ্ন হবে মারাত্মকভাবে। অর্থনীতিতে তার ধকল অনুভূত হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে নির্বাচন নিয়ে হেলাফেলার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বিনিয়োগে খরা
নিরসনে চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর