নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ দেশে প্রতিটি অনির্বাচিত সরকারের আমলে বিনিয়োগ মুখথুবড়ে পড়েছে। ব্যাহত হয়েছে জাতীয় অগ্রগতি। বাংলাদেশ গত পাঁচ দশকে যতটুকু এগিয়েছে, তার প্রায় সব কৃতিত্বই রাজনৈতিক সরকারগুলোর। নির্বাচনের সঙ্গে বিনিয়োগের যোগসূত্র সম্পর্কে জনসমর্থিত দলগুলোর বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং কায়েমী স্বার্থবাদীরা বোধগম্য কারণে নির্বাচনপন্থিদের তুলাধোনা করেন। গত শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা’ ও চ্যালেঞ্জ-সম্পর্কিত ছায়া সংসদে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনের নিরিখে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। ছায়া সংসদে নির্বাচন সম্পর্কিত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশে রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে গত আট মাসে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে খরা চলছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে যে ধস নামছে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ ক্ষুণ্ন হবে মারাত্মকভাবে। অর্থনীতিতে তার ধকল অনুভূত হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে নির্বাচন নিয়ে হেলাফেলার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা