নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ দেশে প্রতিটি অনির্বাচিত সরকারের আমলে বিনিয়োগ মুখথুবড়ে পড়েছে। ব্যাহত হয়েছে জাতীয় অগ্রগতি। বাংলাদেশ গত পাঁচ দশকে যতটুকু এগিয়েছে, তার প্রায় সব কৃতিত্বই রাজনৈতিক সরকারগুলোর। নির্বাচনের সঙ্গে বিনিয়োগের যোগসূত্র সম্পর্কে জনসমর্থিত দলগুলোর বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং কায়েমী স্বার্থবাদীরা বোধগম্য কারণে নির্বাচনপন্থিদের তুলাধোনা করেন। গত শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা’ ও চ্যালেঞ্জ-সম্পর্কিত ছায়া সংসদে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনের নিরিখে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। ছায়া সংসদে নির্বাচন সম্পর্কিত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশে রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে গত আট মাসে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে খরা চলছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে যে ধস নামছে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ ক্ষুণ্ন হবে মারাত্মকভাবে। অর্থনীতিতে তার ধকল অনুভূত হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে নির্বাচন নিয়ে হেলাফেলার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
বিনিয়োগে খরা
নিরসনে চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর