নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ দেশে প্রতিটি অনির্বাচিত সরকারের আমলে বিনিয়োগ মুখথুবড়ে পড়েছে। ব্যাহত হয়েছে জাতীয় অগ্রগতি। বাংলাদেশ গত পাঁচ দশকে যতটুকু এগিয়েছে, তার প্রায় সব কৃতিত্বই রাজনৈতিক সরকারগুলোর। নির্বাচনের সঙ্গে বিনিয়োগের যোগসূত্র সম্পর্কে জনসমর্থিত দলগুলোর বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং কায়েমী স্বার্থবাদীরা বোধগম্য কারণে নির্বাচনপন্থিদের তুলাধোনা করেন। গত শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা’ ও চ্যালেঞ্জ-সম্পর্কিত ছায়া সংসদে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনের নিরিখে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। ছায়া সংসদে নির্বাচন সম্পর্কিত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশে রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে গত আট মাসে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে খরা চলছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে যে ধস নামছে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ ক্ষুণ্ন হবে মারাত্মকভাবে। অর্থনীতিতে তার ধকল অনুভূত হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে নির্বাচন নিয়ে হেলাফেলার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
বিনিয়োগে খরা
নিরসনে চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর