নির্বাচন বিলম্বিত হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ দেশে প্রতিটি অনির্বাচিত সরকারের আমলে বিনিয়োগ মুখথুবড়ে পড়েছে। ব্যাহত হয়েছে জাতীয় অগ্রগতি। বাংলাদেশ গত পাঁচ দশকে যতটুকু এগিয়েছে, তার প্রায় সব কৃতিত্বই রাজনৈতিক সরকারগুলোর। নির্বাচনের সঙ্গে বিনিয়োগের যোগসূত্র সম্পর্কে জনসমর্থিত দলগুলোর বক্তব্যকে অনেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন এবং কায়েমী স্বার্থবাদীরা বোধগম্য কারণে নির্বাচনপন্থিদের তুলাধোনা করেন। গত শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘বিদেশি বিনিয়োগ সম্ভাবনা’ ও চ্যালেঞ্জ-সম্পর্কিত ছায়া সংসদে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও প্রাপ্ত প্রতিশ্রুতি খুব বেশি নয়। এ সম্মেলনের নিরিখে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের পর্যায়ে উন্নীত করার আশাবাদ প্রকৃতপক্ষে সম্ভব নয়। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ অব্যাহত থাকলে সে সময়ের মধ্যে আমরা থাইল্যান্ডের কাছাকাছি যেতে পারি। বিগত সরকারের আমলে বিনিয়োগ পরিসংখ্যানে অনেক অবাস্তব চিত্র দেওয়া হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের দেশে বিদেশি বিনিয়োগ ৩৩ বিলিয়ন ডলার আসার কথা উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ১১ বিলিয়ন। ভিয়েতনামের বর্তমান এফডিআই স্থিতি ৩৬০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশে মাত্র ২২ বিলিয়ন। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগজনক। ছায়া সংসদে নির্বাচন সম্পর্কিত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দেশে রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে গত আট মাসে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে খরা চলছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে যে ধস নামছে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। ব্যবসাবাণিজ্যের পরিবেশ ক্ষুণ্ন হবে মারাত্মকভাবে। অর্থনীতিতে তার ধকল অনুভূত হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য পূরণে নির্বাচন নিয়ে হেলাফেলার কোনো সুযোগ থাকা উচিত নয়।
শিরোনাম
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন