এ বছরও ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ১০০ ছুঁলো! চলতি মাসেই গত পরশু পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন সহস্রাধিক। এ হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের। মৃত্যু ও আক্রান্তের প্রকৃত সংখ্যা যে এর চেয়ে বেশি, তাতে সন্দেহের অবকাশ নেই। প্রতি বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে এবং প্রাণহানি ঘটছে। প্রশ্ন হচ্ছে, এর প্রতিকার কী? এ বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হয়েছিল আগে থেকেই। কারণ সরকার পরিবর্তনের পর অধিকাংশ সিটি করপোরেশন, পৌরসভার মেয়র-চেয়ারম্যানরা পলাতক বা গ্রেপ্তার হওয়ায় মূলত প্রশাসক দিয়ে চালানো হচ্ছে এগুলো। তারা অনেকে অন্য কাজের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করছেন। তাতে মৌসুমে মশা মারার জরুরি কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে না। ওষুধ ছিটানো এবং সচেতনতা সৃষ্টির কাজে তৎপরতার অভাব রয়েছে। ব্যক্তি বা সামাজিক পর্যায়েও সচেতনতার ঘাটতি বরাবরের মতোই। কোন মশা কামড়ালে ডেঙ্গুর আশঙ্কা, তারা কোথায় ডিম পাড়ে, কীভাবে বংশ বিস্তার হয়- দীর্ঘদিনের ভোগান্তিতে তা মোটামুটি জনসাধারণের জানা হয়েছে। কিন্তু সচেতনতার অভাব রয়েছে সর্বব্যাপী। আর রয়েছে সামর্থ্যরে সংকট। রাজধানীসহ বিভিন্ন শহর-নগরে অগুনতি ফুটপাত, ঘনবস্তিতে যারা দিন যাপনের গ্লানি বহন করে চলেছে- তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ-প্রচেষ্টা কোথায়? এটা তো একা সরকারের পক্ষে কষ্টসাধ্য। এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এমনকি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এডিস মশার লার্ভা নির্মূলে জনসচেতনতা সৃষ্টিতে তারা পৌরকর্মীদের সঙ্গে থেকে সহায়তা করতে পারে। সমন্বিত প্রচেষ্টায় এ মরণব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। হাসপাতালগুলোর জনবল-প্রযুক্তি, ওষুধপথ্যে সম্পূর্ণ সক্ষমতা এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ ব্যাপারে সব ঘাটতি পূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্রুত উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে মৃত্যুর সংখ্যা কমানো যেতে পারে। স্বাস্থ্য বিভাগের সেই সক্ষমতা ও নিবেদিতপ্রাণ সেবা আশা করে মানুষ। কারণ এটা তাদের নাগরিক ও মানবিক মৌলিক অধিকার।
শিরোনাম
- যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের ‘গাজা শান্তি প্রস্তাব’
- ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
- পবিত্রতা বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
- ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে: মুজিবুর রহমান মঞ্জু
- ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮
- ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, ঘোষণা নেতানিয়াহুর
- স্পেনের ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
- ভোলার মারিয়া হত্যা মামলায় প্রধান আসামি রাকিব গ্রেফতার
- টিকা নেওয়ার কারণে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে
- মেধাভিত্তিক সমাজ চাইলে মতিউর ও বেনজীরদের সংখ্যা বাড়বে : জাবি উপাচার্য
- যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে গাজায় নির্বাচন: মাহমুদ আব্বাস
- ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
- সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু
- তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
- ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাইফুল, সম্পাদক শুভ
- দেশে ফিরবেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি: মন্ত্রণালয়
- ডেঙ্গুতে বরগুনায় তিনজনের মৃত্যু
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ প্রয়োজন : মৎস্য উপদেষ্টা
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
ডেঙ্গু আগ্রাসন
প্রতিরোধে চাই সমন্বিত প্রচেষ্টা
প্রিন্ট ভার্সন
