এ বছরও ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ১০০ ছুঁলো! চলতি মাসেই গত পরশু পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন সহস্রাধিক। এ হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের। মৃত্যু ও আক্রান্তের প্রকৃত সংখ্যা যে এর চেয়ে বেশি, তাতে সন্দেহের অবকাশ নেই। প্রতি বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে এবং প্রাণহানি ঘটছে। প্রশ্ন হচ্ছে, এর প্রতিকার কী? এ বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হয়েছিল আগে থেকেই। কারণ সরকার পরিবর্তনের পর অধিকাংশ সিটি করপোরেশন, পৌরসভার মেয়র-চেয়ারম্যানরা পলাতক বা গ্রেপ্তার হওয়ায় মূলত প্রশাসক দিয়ে চালানো হচ্ছে এগুলো। তারা অনেকে অন্য কাজের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করছেন। তাতে মৌসুমে মশা মারার জরুরি কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে না। ওষুধ ছিটানো এবং সচেতনতা সৃষ্টির কাজে তৎপরতার অভাব রয়েছে। ব্যক্তি বা সামাজিক পর্যায়েও সচেতনতার ঘাটতি বরাবরের মতোই। কোন মশা কামড়ালে ডেঙ্গুর আশঙ্কা, তারা কোথায় ডিম পাড়ে, কীভাবে বংশ বিস্তার হয়- দীর্ঘদিনের ভোগান্তিতে তা মোটামুটি জনসাধারণের জানা হয়েছে। কিন্তু সচেতনতার অভাব রয়েছে সর্বব্যাপী। আর রয়েছে সামর্থ্যরে সংকট। রাজধানীসহ বিভিন্ন শহর-নগরে অগুনতি ফুটপাত, ঘনবস্তিতে যারা দিন যাপনের গ্লানি বহন করে চলেছে- তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ-প্রচেষ্টা কোথায়? এটা তো একা সরকারের পক্ষে কষ্টসাধ্য। এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এমনকি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এডিস মশার লার্ভা নির্মূলে জনসচেতনতা সৃষ্টিতে তারা পৌরকর্মীদের সঙ্গে থেকে সহায়তা করতে পারে। সমন্বিত প্রচেষ্টায় এ মরণব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। হাসপাতালগুলোর জনবল-প্রযুক্তি, ওষুধপথ্যে সম্পূর্ণ সক্ষমতা এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ ব্যাপারে সব ঘাটতি পূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্রুত উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে মৃত্যুর সংখ্যা কমানো যেতে পারে। স্বাস্থ্য বিভাগের সেই সক্ষমতা ও নিবেদিতপ্রাণ সেবা আশা করে মানুষ। কারণ এটা তাদের নাগরিক ও মানবিক মৌলিক অধিকার।
শিরোনাম
- হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সোলাইমান সেলিম
- ট্রাম্পের শুল্ক চাপে নয়াদিল্লির নতুন ভরসা কি ইসরায়েল?
- পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে মোদিকে সতর্ক করলেন কাসপারভ
- লাউয়াছড়ায় বেড়েই চলেছে গাড়িচাপায় বন্যপ্রাণীর মৃত্যু
- জার্মানির বর্ষসেরার ফুটবলার ভিয়েৎস
- মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- যুক্তরাষ্ট্রে সাউথওয়েস্টের ৭৫০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী
- রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে
- ইংল্যান্ড দলে ফেরা নিয়ে সংশয়ে বেয়ারস্টো
- সুদানে এক সপ্তাহে অপুষ্টিতে ৬৩ জনের মৃত্যু, অধিকাংশই নারী-শিশু
- টরন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘আলী’
- তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে ১৬টি ভবন, নিহত ১
- রাজধানীর ছয় থানার বিভিন্ন স্থানে পুলিশি অভিযানে গ্রেফতার ৪৬
- ভোলায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- পিবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড
- রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
- প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
- শাহজালালে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
ডেঙ্গু আগ্রাসন
প্রতিরোধে চাই সমন্বিত প্রচেষ্টা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর