রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সিন্দাবাদের দৈত্য হিসেবে এই সমস্যা চেপে বসেছে বাংলাদেশের ঘাড়ে। পরাশক্তির স্বার্থ উদ্ধারে দাবার ঘুঁটি হিসেবেও ব্যবহৃত হচ্ছে এই সমস্যা। দেশের পরজীবী একটি গোষ্ঠী ও জাতিসংঘের মুখোশ ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে বাংলাদেশ মিয়ানমারের সামরিক জান্তার অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়। উচ্চ জন্মহারের কারণে পঙ্গপালের মতো বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। অন্তর্বর্তী সরকারের আমলে রোহিঙ্গারা আগামী ঈদ স্বদেশের মাটিতে পালন করতে পারবে- এমন স্বপ্ন দেখিয়ে অনেকটা সঙ্গোপনে আরও দেড় লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির জন্য করিডর দেওয়ার চাপও সৃষ্টি করা হয়েছিল জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। দেশবাসীর প্রতিবাদী ভূমিকার কারণে দৃশ্যত সে উদ্যোগ থেমে যায়। এ প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের ঘোষণা দেওয়ার পাঁচ মাস পরও কোনো অগ্রগতি হয়নি। এতে অনেকটাই হতাশ হয়ে পড়েছে বাংলাদেশ। রোহিঙ্গা খাতের খরচ সামলাতেও বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার। প্রত্যাবাসনপ্রক্রিয়া শুরু করতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক সাড়া মেলেনি। উল্টো এই পাঁচ মাসে আরও বিপুলসংখ্যক রোহিঙ্গা নাগরিককে বলপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ কাজের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবেও চাপ প্রয়োগ করা সম্ভব হয়নি। প্রক্রিয়া এখন ঝুলে গেছে। রোহিঙ্গাসংকটের আশু কোনো সমাধান তো দেখাই যাচ্ছে না, বরং এ খাতে সরকারের ব্যয়ের বোঝা বাড়ছে। ব্যয় সামলাতে না পেরে ইউএনএইচসিআর ও বিশ্বব্যাংককে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্বব্যাংকের পক্ষ থেকে উল্টো প্রত্যাবাসনপ্রক্রিয়ার অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। এ প্রক্রিয়া যে ইতোমধ্যে অশ্বডিম্বই শুধু প্রসব করেছে, তা বিশ্বব্যাংকেরও অজানা থাকার কথা নয়। রোহিঙ্গা সমস্যা নিয়ে ভূরাজনীতিতে অশুভ স্বার্থরক্ষার যে পাঁয়তারা চালাচ্ছে পশ্চিমা দেশগুলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে তা শক্ত হাতে রুখতে হবে।
শিরোনাম
- কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে : সাইফ আলী খান
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
- কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
ভূরাজনীতিতে শঙ্কা
রোহিঙ্গা ইস্যুর অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর