শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুন্দরী খোঁজার বিচারক তারা

শোবিজ প্রতিবেদক

সুন্দরী খোঁজার বিচারক তারা

প্রসেনজিৎ, ঋতুপর্ণা, ফেরদৌস, মাহিমা

বাংলাদেশ-কলকাতা। দুই বাংলা এবার একসঙ্গে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনের শিরোনাম ‘বর্ষা সুন্দরী প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতায় দুই দেশের বেশকজন জনপ্রিয় তারকা বিচারক হলেন। বাংলাদেশ থেকে বিচারক হয়েছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস ও অভিনেত্রী তানিয়া। বলিউড থেকে থাকছেন অভিনেত্রী মাহিমা চৌধুরী আর টালিগঞ্জ থেকে অভিনয়শিল্পী প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শ্রীলেখা মিত্র ও  ইন্দ্রানী হালদার। ৮ সেপ্টেম্বর কলকাতার গ্র্যান্ড হায়াত হোটেলে দুই বাংলার সুন্দরীদের নিয়ে বসবে সুন্দরী খোঁজার এই আয়োজন। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ও কলকাতা থেকে ছয়জন করে প্রতিযোগী শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবেন। জমকালো এই আয়োজনে গান গাইবেন বাংলাদেশের শিল্পী কণা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এ দেশেরই উপস্থাপক নাবিলা।

ফেরদৌস বলেন, এ ধরনের আয়োজন একেবারে নতুন না হলেও বর্তমান শিল্পী সংকটে এই প্রতিযোগিতা বেশ গুরুত্ব বহন করে। এর মধ্য দিয়ে দুই দেশই নতুন কিছু শিল্পী খুঁজে পাবে। অতীতেও এ ধরনের সুন্দরী প্রতিযোগাির মাধ্যমে সব দেশ শিল্পী আবিষ্কার করেছে। এবারও দর্শকপ্রিয় সুন্দরী ও শিল্পী খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি। সব মিলিয়ে দুই বাংলার আয়োজনে চমৎকার একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।

সর্বশেষ খবর