আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘নয়নমণি সংস্কৃতি সন্ধ্যা’য় আগামীকাল ২২ নভেম্বর গুণী এই সঙ্গীতশিল্পীর হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেবেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল এমপি। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে ‘আজীবন সম্মাননা’ গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ার। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও খুব সহজেই শ্রোতারা তাকে চিনেন তার গাওয়া বহু শ্রোতাপ্রিয় গান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটির মাধ্যমে। আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে পাপিয়া সারোয়ার বলেন, ‘কাজের স্বীকৃতি অবশ্যই অনেক আনন্দের। যখন কোনো স্বীকৃতি পাই তখন বার বার শুধু একটি কথাই মনে হয় যে, ভালো কাজের মূল্যায়ন সবসময়ই হয়। আজ নতুন করে আজীবন সম্মাননা এই ভাবনাই ভাবিয়ে তুলছে বার বার। যারা আমাকে সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামান অপূর্ব জানান, ২২ নভেম্বর সন্ধ্যা ৫.৩০ মিনিটে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে ‘নয়নমণি সংস্কৃতি সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে। এদিকে আজ ২১ নভেম্বর পাপিয়া সারোয়ারের জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে পাপিয়া সারোয়ার বলেন, ‘সাধারণত জন্মদিনে আমি হৈ চৈ পছন্দ করি না। পরিবারের সদস্যরা মিলে নিজেরাই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করার চেষ্টা করি। এবারও ঠিক তাই হবে। তবে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি সবসময়।’ রবীন্দ্রচর্চায় অনন্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ পাপিয়া সারোয়ার বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন সম্মাননা পেয়েছেন। সম্প্রতি বাংলা একাডেমি তাকে ‘রবীন্দ্র পুরস্কার ২০১৩’ প্রদান করে। বাংলা একাডেমি সম্মাননাসূচক ফেলোশিপ ২০১৫ প্রদান করেছে। সংগীতে পাপিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ছায়ানটে ১৯৬৬ সালে। ১৯৭৩ সালে তিনি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। আতিকুল ইসলাম, ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, জাহিদুর রহিমের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন। ১৯৭৩ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী সে সময় তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে সংগীতে উচ্চ শিক্ষা লাভের জন্য ভারত সরকারের বৃত্তি লাভ করেন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
আজীবন সম্মাননায় পাপিয়া সারোয়ার
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর