বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফরিদুর রেজা সাগরের জন্মদিন

শোবিজ প্রতিবেদক

ফরিদুর রেজা সাগরের জন্মদিন

গণমাধ্যমে একুশে পদকপ্রাপ্ত ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মা রাবেয়া খাতুন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক। বাবা ফজলুল হক দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ও ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক ছিলেন। ছেলেবেলা থেকেই ফরিদুর রেজা সাগরের শখ্যতা মিডিয়ার সঙ্গে। বাংলাদেশ টেলিভিশেনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। সেখান থেকেই বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।

লেখালেখিতেও সিদ্ধহস্ত তিনি। ছোটদের জন্য লেখেন, বড়দের জন্যও লেখেন। উপন্যাস, গল্প, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনীসহ সাহিত্যের অন্যান্য শাখায় তার বই বের হয়েছে প্রায় দেড় শতকেরও বেশি। ছোটদের জন্যও লিখে চলেছেন। শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশুসাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য ছয়বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিদেশের নানা সম্মাননা ও পুরস্কার। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ এবং পরিচালনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে।

সর্বশেষ খবর