শিরোনাম
শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়েছুটির আমেজ

নগর জুড়েছুটির আমেজ

মহাপতঙ্গ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

‘ড্রয়িং অ্যান্ড থিংকিং, থিংকিং অ্যান্ড ড্রয়িং’ শীর্ষক প্রদর্শনী

মোহাম্মদপুরের কলাকেন্দ্র আর্ট গ্যালারিতে চলছে নাজলি লায়লা মনসুরের ‘ড্রয়িং অ্যান্ড থিংকিং, থিংকিং অ্যান্ড ড্রয়িং’ শীর্ষক প্রদর্শনী। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবশ্রেণির দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

২৬ ফেব্রুয়ারি শেষ হবে ১৮ দিনের এই প্রদর্শনী।

 

নাটক

কাল সংস্কার নাট্যদলের এক টিকিটে দুটি নাটক

কাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক টিকিটে দুটি নাটক মঞ্চায়ন করবে সংস্কার নাট্যদল। দলের নিয়মিত প্রযোজনার এই নাটক দুটি হলো ‘ভুলস্বর্গ’ ও ‘মহাপতঙ্গ’।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকদুটি।

রবীন্দ্রনাথের রচনা থেকে ‘ভুলস্বর্গ’ এর নবনাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন

ইউসুফ হাসান অর্ক। অন্যদিকে, আবু ইসহাকের গল্প থেকে ড. রুবাইয়াৎ আহম্মেদের নাট্যরূপে ‘মহাপতঙ্গ’ এর নির্দেশনায় রয়েছেন হাবিব মাসুদ।

নাটক দুটিতে অভিনয় করবেন সংস্কার নাট্যদলের নিয়মিত অভিনয়শিল্পীরা

 

অন্যান্য

টেগোর অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আজ ছায়ানটে আনন্দায়োজন

ভারত সরকারের টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি সম্মাননা অর্জনে আজ শুক্রবার আনন্দানুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ এই আয়োজন। এতে বিরল এই সম্মানের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবে ছায়ানট।

 

কাল শহীদ মিনারে শুরু হচ্ছে ‘ভাষার গান, দেশের গান’ শীর্ষক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে ‘ভাষার গান, দেশের গান’ শীর্ষক দুই দিনের সংগীতানুষ্ঠান।

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনের এই অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সুরের ধারা, উদীচী শিল্পী গোষ্ঠী, নজরুল সংগীতশিল্পী পরিষদ, নিবেদন, গীতাঞ্জলি, বাঁশুরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র, বিশ্ববীণা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর