মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিদায় কত্থকের মহারাজা...

শোবিজ ডেস্ক

বিদায় কত্থকের মহারাজা...

বিরজু মহারাজ

নাচের জগতে ছন্দপতন। চলে গেলেন কত্থকের ‘মহারাজা’ পন্ডিত বিরজু মহারাজ। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই কিংবদন্তি নৃত্যগুরু। বয়স হয়েছিল ৮৩। তাঁর প্রয়াণে শোকাহত বিশ্বের সংস্কৃতি জগৎ। সম্প্রতি কিডনির অসুখে ভুগছিলেন, ডায়ালাইসিস চলছিল। রবিবার রাতে দিল্লির বাড়িতেই নাতির সঙ্গে খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন পন্ডিত বিরজু মহারাজ। পরে দ্রুত দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কালকা-বিনন্দাদিন ঘরানার শিল্পী ছিলেন বিরজু মহারাজ। একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবিও আঁকতেন। রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি তো লয়ের পুতুল’! ছোট থেকেই নাচ-গানের পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। নাচই ছিল তাঁর প্রথম ভালোবাসা। তবে শাস্ত্রীয় সংগীতের ওপরও চমৎকার দখল ছিল এই পন্ডিতের। ১৯৮৩ সালে পদ্মবিভূষণ পান বিরজু মহারাজ। পেয়েছেন কালীদাস সম্মানও। ভারতীয় পুরাণ, ইতিহাস ও ঐতিহ্যনির্ভর ১৭টি নৃত্যনাট্য নির্দেশনা দিয়েছেন তিনি। ঠুমরি, দাদরা, ভজন, গজল গায়ক হিসেবেও কুড়িয়েছেন খ্যাতি। আবার সেতার, সরোদ, বেহালা, সারেঙ্গি, তবলাসহ একাধিক যন্ত্রবাদনে তিনি ছিলেন পারদর্শী। তিনি একাধারে কবি, লেখক। এই কত্থক গুরু বেশ কিছু ছবিতে কোরিওগ্রাফার হিসেবে যুক্ত ছিলেন। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর