মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বলিউডে নতুন তারকার সমারোহ

বলিউডে নতুন তারকার সমারোহ

বলিউড সাম্রাজ্য এখন নতুনদের দখলে। বলিউডে একের পর এক নতুন চমক দেখিয়ে যাচ্ছেন নতুন অভিনেতা-অভিনেত্রীরা। হিট ছবি দিয়ে কাঁপাচ্ছেন বড় পর্দা। ভিন্ন চরিত্রে অভিনয় করে রাতারাতি চলে আসছেন আলোচনায়। আলোচনায় আসা কিছু নতুন মুখ নিয়ে লিখেছেন - পান্থ আফজাল

 

তাপসী পান্নু

২০১০ সালে ঝুম্মান্ডি নাডাম তেলেগু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাপসী পান্নুর। এরপর আদুকালাম, ভাস্তাধু না রাজু, মি. পারফেক্ট, পিংক, নাম শাবানা, দা গাজি অ্যাটাক, জুড়ওয়া ২, মিশন মঙ্গল, ষা- কি আঁখ, হাসিন দিলরুবা, লুপ লাপেত্তা, থাপ্পড়, রেশমী রকেট, বদলা, সাব্বাস মিঠু, বেবিতে অভিনয় করেন।

 

আয়ুষ্মান খুরানা

প্রথম থেকেই নিজেকে ব্যতিক্রমী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আয়ুষ্মান খুরানা।  ‘ভিকি ডোনার’ দিয়ে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন। ‘দম লাগাকে হইশা’র পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘বরেলি কি বরফি’, ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ফিফটিন’, চান্ডিগর কারে আশিকী, ড্রিমগার্ল, বালা, ভিকি ডোনারসহ প্রতিটি ছবিতেই তিনি অনবদ্য।

 

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর নিজের অভিনয় ও গায়কি দিয়ে মন জয় করেছেন অগণিত দর্শকের। বিখ্যাত অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হওয়া সত্ত্বেও বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন নিজ প্রতিভা গুণে। ‘টিন পার্টি’, ‘লাভ কা দ্য অ্যান্ড’, ‘আশিকি টু’, ‘সাহো’, ‘ছিছোড়’, ‘সাইনা’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। 

 

কিয়ারা আদভানি

২০১৪ সালে ‘ফুগলি’র মাধ্যমে আত্মপ্রকাশ। এরপর ‘কবির সিং’, এম এস ধোনি, ফুগলি, লাকসমি, গিল্টি, গুড নিউজ করে নিজের জাত চিনিয়েছেন।

 

রাজকুমার রাও

তুখোড় অভিনেতা রাজকুমার রাও অভিনয় করেছেন ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘রাগিনী এমএমএস’, হামারি আধুরি কাহিনি, নিউটন, বারিলিকি কা বারফি, বেহেন হো গি তেরি, মিমি, ফ্যানি খান, জাজমেন্টাল হ্য কিয়া, ট্রাপড প্রভৃতি ছবিতে। 

 

সারা আলী খান

সাইফ আলী-অমৃতা সিং কন্যা সারা। ২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর করেছেন সিম্বা, লাভ আজকাল, কুলি নাম্বার ওয়ান, আতরাঙ্গি রে। মুক্তির অপেক্ষায় বেশ কিছু ছবি।

 

ভিকি কুশল

ভিকি কুশল ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। অভিনয় করেছেন ‘সাঞ্জু’,  উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইকে। কাশ্যপের রমণ রাঘব ২.০ এ একজন নিরস্ত্র পুলিশের ভূমিকায় অভিনয় করেন। এরপর করেন রাজি, সঞ্জু, লাভ পার স্কোয়ার ফুট, লাস্ট স্টোরিস। তিনি গত বছর ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন।

 

দিশা পাটানি

২০১৫ সালে ‘লোফার’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশার। আলোচনায় আসেন ‘এম এস ধোনি, ‘বাঘি-২’ ‘ভারত’, ‘রাধে ছবিতে অভিনয় করে।

 

জাহ্নবী কাপুর

মারাঠি ছবি ‘সাইরাত’র হিন্দি সংস্করণ ‘ধাড়াক’ দিয়ে অভিষেক হয় শ্রীদেবীকন্যা জাহ্নবীর। এরপর তিনি অভিনয় করেন আংরেজি মিডিয়াম, গোস্ট স্টোরিজ, রুহি আফজানা, ‘গুঞ্জন সাক্সেনা’, দস্তানা টু চলচ্চিত্রে।

 

বিদ্যুৎ জামাল

অভিনয় ও শারীরিক সৌন্দর্যের অধিকারী বিদ্যুৎ কমান্ডো চলচ্চিত্র করার পর করেন কমান্ডো টু, জংলি, কমান্ডো থ্রি, ইয়ারা ও খোদা হাফিজ। 

 

সিদ্ধার্থ মালহোত্রা

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছেন ব্রাদার্স, বার বার দেখো, আইয়ারি, মারজাভানসহ বেশ কিছু ছবিতে। 

 

আদিত্য রায় কাপুর

ক্যারিয়ার শুরু করেন একজন ডিজে হিসেবে। এরপর অভিনয় করেন লন্ডন ড্রিমস, অ্যাকশন রিপ্লাই, গুজারিশ, আশিকি-২, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিসহ বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্রে। 

 

তারা সুতারিয়া

বলিউডে অভিষেক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র মাধ্যমে। এরপর করেন টাডাপ, মারজাওয়া, হিরোপান্তি টু।

 

অর্জুন কাপুর

‘ইশাকজাদে’খ্যাত অর্জুন কাপুর এ পর্যন্ত করেছেন গুন্ডে, স্টেটস, কি অ্যান্ড ক্যা চলচ্চিত্র। 

 

কার্তিক আরিয়ান

অভিনয় করেছেন প্যার ক্যা পাঞ্চনামা ১-২, আকাশ বাণী, কাঞ্চি,লুকা ছুপি, সোনু কে টিটু কি সুইটি। 

 

ভূমি পেডনেকার

২০১৫ সালে ‘দাম লাগাকে হেইসা’র মাধ্যমে প্রশংসিত হন। তিনি অভিনয় করেছেন টয়লেট, পাটি পাতিœ অর ওহ, বাধাই দো প্রভৃতি চলচ্চিত্রে।

 

বাণী কাপুর

বাণী কাপুর ২০১৩-এ ‘শুদ্ধ দেশি রোমান্স’ করেন। তিনি তামিল চলচ্চিত্র ‘আহা কল্যাণম’ ও হিন্দি ‘বেফিকরে’, বেলবটম, ওয়ার করেন। 

 

অনন্যা পান্ডে

চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। তিনি পতি, পত্নী অউর ওহ, গেহরিয়া, লিজার চলচ্চিত্রে অভিনয় করেন।

 

আথিয়া শেঠি

সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি করেছেন ‘হিরো’, মুবারকান, ‘মতিচুর চাকনাচুর’।

 

কৃতি শ্যানন

কৃতি করেছেন ‘হিরোপন্তি’, দিলওয়ালে, রাবতা, বারেলি কি বারফি, লুকা ছুপি, হাউসফুল ৪, পানিপথ, মিমি।

সর্বশেষ খবর