সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শ্যামলের হৃদমাঝারে যখন অর্ষা...

 শোবিজ প্রতিবেদক

শ্যামলের হৃদমাঝারে যখন অর্ষা...

রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে। নাম ‘হৃদমাঝারে’। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। রচনায় নাসিমুল হাসান ও সারোয়ার সৈকত। নির্মাতা জানান, ‘মনের বারান্দা থেকে হৃদয়ের হাসপাতাল, মাতাল প্রেম থেকে তুখোড় প্রতিশোধ আর প্রায়শ্চিত্তের জটিল ধাঁধার গল্প ‘হৃদমাঝারে’।’ এই অরিজিনাল সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, আইশা, রিগ্যান সোহাগ রত্নাসহ আরও অনেকেই। গল্পে দেখা যাবে, হার্ট সার্জন ইমরানের সুনাম ছড়িয়ে পড়েছে। ইমরানের লক্ষ্য এই সুনাম ছাড়িয়ে যাবে দেশের সীমানাও। একদিকে বাল্যবন্ধু নীলা, অন্যদিকে সদ্য ডাক্তারি পাস করে আসা ফারিয়ার মধ্যে দাঁড়িয়ে ইমরান যখন বলতে যাবে হৃদয়ের কথা তখনই খবর ছড়িয়ে পড়ে, ইমরান আসলে ডাক্তারের বেশে এক খুনি।

 

সর্বশেষ খবর