সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খালেকুজ্জামানের জন্মদিন আজ

 শোবিজ প্রতিবেদক

খালেকুজ্জামানের জন্মদিন আজ

নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের জন্মদিন আজ। এই গুণী শিল্পীর জন্ম ১৯৫০ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে নাট্য ও চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় শুরু করেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক নাটকে অভিনয় করে দর্শক মনজয় করেছেন তিনি।

এ ছাড়া অর্ধশতাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ছুঁয়ে দিলে মন, বৃহন্নলা, তুমি রবে নীরবে, মিশন এক্সট্রিম ইত্যাদি। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সের সদস্য হিসেবে সম্মুখ কাতারের একজন যুদ্ধ ও সংগঠক ছিলেন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছেন। সততা, নিষ্ঠা ও নির্লোভ ছিলেন বলে বঙ্গবন্ধুর স্নেহ ও ভালোবাস লাভ করতে সক্ষম হন তিনি। কণ্ঠশিল্পী সুলতানা মমতাজ তাঁর সহধর্মিণী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান আজ তাঁর জন্মদিনে দর্শক, ভক্ত ও দেশের মানুষের কাছে আগামী দিনের কর্মের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন। 

 

সর্বশেষ খবর