রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নুসরাত ফারিয়া দোয়া চাইলেন

শোবিজ প্রতিবেদক

নুসরাত ফারিয়া দোয়া চাইলেন

বাগদানের তিন বছরের মাথায় সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। চলতি মাসের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে তিনি অনুরোধ করেন, তারা যেন এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ করেন। তবে এরই মধ্যে এই কঠিন সময় কাটিয়ে উঠেছেন নায়িকা। জানালেন বিচ্ছেদের পর, ‘ভালো আছেন’ তিনি। ভীষণ ব্যস্ততায় সময় কাটছে ফারিয়ার। ঢাকা টু কলকাতা ছোটাছুটির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ফারিয়া জানান, গত এক মাসে পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন। এদিকে টালিউডের রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ সিনেমার সিক্যুয়াল ‘আবার প্রলয়’ সিনেমায় একটি গানে অতিথি চরিত্রে কাজ করেছেন। এসব ব্যস্ততায় ভীষণ খুশি বলে জানান ফারিয়া। বিচ্ছেদের বিষয় নিয়ে ফারিয়া বলেন, ‘এখন আমি অনেক ভালো আছি।’  তিনি বলেন, ‘এত ভালো আছি যে, আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাব এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই।’

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর