বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মহিদুল মহিমের বাজিমাত

শোবিজ প্রতিবেদক

মহিদুল মহিমের বাজিমাত

তাঁর নির্মাণে বড় আয়োজন থাকে, মজা থাকে, একটা মজার কনসেপ্ট থাকে। শিল্পী, ভাই প্রচুর দাওয়াত খায়, গোলাপি কামিজ, মোবাইল চোর নাটকগুলো তাঁর সবচেয়ে বড় প্রমাণ। তবে রোমান্টিক কমেডি কিংবা কমেডিপ্রধান গল্পের বাইরে শতভাগ প্রেমের নাটকেও তিনি দেখিয়েছেন মুনশিয়ানা। মহিদুল মহিমের পরিচালনায় সর্বশেষ হিট নাটক ‘ভালোবাসার তিন দিন’। পড়শী ও জোভান অভিনীত সম্পূর্ণ ভালোবাসার নাটকটিকে দর্শকরা বলছেন সিনেমা। প্রথম ১০ দিনেই নাটকের ভিউ ছাড়িয়েছে ৫০ লাখ। গত তিন সপ্তাহে যা ছাড়িয়ে গেছে ৭৫ লাখকেও। ২০১৭ সালে লাভ বাবু নাটকের মাধ্যমে শুরু ক্যারিয়ারে মহিমের বড় সাফল্য শিল্পী নাটক ও নাটকে ব্যবহৃত গান বুক চিনচিনের পুনর্জাগরণ। এরপর একে একে নির্মাণ করেছেন দরদ, ফটোফ্রেম, ফ্যাশন, কঞ্জুস, ক্যান্ডি ক্রাশ, ঘটক, লাভ স্টেশন, নসিব, প্রিয়জন, কি করে বলব তোকে ইত্যাদি। ২০১৯ সালে ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য সেরা পরিচালক হিসেবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড পান মহিদুল মহিম। নিজের সাফল্য ও রোমান্টিক গল্পে বাজিমাত প্রসঙ্গে মহিম বলেন, ‘আমার প্রতিটি কাজের শক্তি আমার দর্শক। আমি মনে করি আমার কাজের প্রতি দর্শকদের বিপুল ভালোবাসাই আমার কাজের সফলতা। আমি সবার দোয়া আর ভালোবাসায় আরও ভালো ভালো কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর