প্রথমবার আরফিন রুমির সুর-সংগীতে গাইলেন বেবী নাজনীন। সদ্য রেকর্ড হওয়া গানটির শিরোনাম 'নয়নমণি'। এটি লিখেছেন অনুরূপ আইচ। গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণাধীন চলচ্চিত্র 'তারকাঁটা'তে। এ প্রসঙ্গে রুমি বলেন, এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। বেবী আপার জন্য গান করতে পেরে খুবই ভালো লাগছে। গানটিতে বেবী আপার পাশাপাশি আমিও কণ্ঠ দিয়েছি। এদিকে বেবী নাজনীন বলেন, এটাই রুমির সঙ্গে আমার প্রথম গান। এর আগে শিল্পী-সুরকার হিসেবে রুমির অনেক নাম শুনেছি। অতঃপর তার সুরে গান গাইলাম। বুঝতে পারলাম এই প্রজন্মের সংগীত পরিচালক হিসেবেও অনেক মেধাবী।'