একটি ইথিওপিয়ান ছবির প্রযোজকের ভূমিকা পালন করবেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এই ছবির কাহিনী গড়ে উঠবে একজন নারী আইনজীবীকে ঘিরে, যিনি নারীদের জোরপূর্বক বিয়ের প্রথার বিরুদ্ধে লড়াই করেন। ইথিওপিয়াতে একটি ঐতিহ্যবাহী রীতি রয়েছে, যেখানে একজন পুরুষ তার পছন্দের নারীকে অপহরণ করে নিয়ে যেতে পারবেন। এরপর নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে পারবেন। এই ছবি প্রদর্শিত হবে আগামী সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের 'ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক কম্পিটিশন'-এ। জোলি বলেন, এ ছবি হবে একটি প্রভাবশালী পদক্ষেপ। কয়েকজন সৃজনশীল শিল্পীর অভিনয়ে অনুপ্রেরণামূলক কাহিনী দেখতে সবাই পছন্দ করবে নিশ্চয়ই।