'লর্ড অব দ্য রিংস' নামটি হলিউডের চলচ্চিত্রপ্রেমীদের জানা। এর ট্রিলজি বানিয়ে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন পিটার জ্যাকসন। এরপর তিনি বানাতে শুরু করেছেন 'লর্ড অব দ্য রিংস'-এর আগের ট্রিলজি 'দ্য হবিট'। এর প্রথম পর্ব 'দ্য হবিট : অ্যান আনস্পেকটেড জার্নি' মুক্তি পায় ২০১২ সালে। বইয়ের মিডেল আর্থের বাসিন্দারা জলজ্যান্ত হয়ে ফের পর্দায় হাজির। সিরিজের দ্বিতীয় ছবি 'দ্য হবিট : দ্য ডেসোলেশন অব স্মগ' মুক্তি পেয়েছে ১১ ডিসেম্বর। মুক্তির পর থেকেই হবিট তার সাফল্যের খেলা দেখাতে শুরু করে। ২২৫ মিলিয়ন বাজেটের এ ছবিটি ইতোমধ্যে আয় করেছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি। দখল করে নিয়েছে হলিউড বক্স অফিসের শীর্ষ স্থান। বিশ্বজুড়ে বিপুল সাড়াজাগানিয়া 'দ্য হবিট' শুক্রবার ঢাকার বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়ে এ দেশের দর্শকের মাঝেও ব্যাপক আলোড়ন তুলেছে। পিটার জ্যাকসনের অসাধারণ পরিচালনায় চোখ ধাঁধানো অ্যানিমেশন আর ভিজ্যুয়াল ইফেক্টসের চমকে দর্শক মুগ্ধ।