বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে পাঁচ কোটি রুপির মানহানির মামলা করেছেন প্রযোজক, নির্মাতা ও কবি রুপেশ পাল। রুপেশ প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন শার্লিন চোপড়া। ছবিটির ট্রেইলর উদ্বোধনী অনুষ্ঠানে শার্লিনের হাজির হওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। শার্লিনের এমন অপেশাদার আচরণে বেজায় ক্ষুব্ধ রুপেশ। বিষয়টি নিয়ে রুপেশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শার্লিন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম। পরবর্তী সময়ে রুপেশের সঙ্গে রীতিমতো ভারচ্যুয়াল যুদ্ধ শুরু করে দেন ২৯ বছর বয়সী শার্লিন। আর হাতিয়ার হিসেবে তিনি বেছে নেন সোশ্যাল মিডিয়াকে।