রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের বড়মাঠ এলাকায় বন্যহাতির আক্রমণে মো. শফিকুল ইসলাম শফিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শফিক বড়মাঠ ময়মনসিংহ পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে রাতভর বাড়ি পাহারা দিচ্ছিলেন শফিক। ভোর ৪টার দিকে বাড়ির উঠানে একটি বন্যহাতি আক্রমণ চালায়। এসময় হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাতি চলে যাওয়ার পর শফিককে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাসাইন্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিন জানান, ওই এলাকার জঙ্গলে এখন ১০/১২টি বন্যহাতি অবস্থান করছে। হাতিগুলো রাতের বেলায় লোকালয়ে হানা দেয়। আর দিনের বেলা দূরে জঙ্গলে গিয়ে অবস্থান নেয়। অনেক চেষ্টা করেও হাতিগুলোকে এই এলাকা থেকে সরানো যাচ্ছে না। ভাসাইন্যাদম এলাকার অধিকাংশ মানুষ বন্যহাতির আক্রমণের কবলে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ডা. আশরাফ আলী জানান, ভাসাইন্যাদম ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ছে। হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে বাঁচাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।