টাঙ্গাইলের গোপালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১২টায় অন্তত ১৩ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ এ পর্যন্ত বেশ কয়েক রাউন্ড টিআর সেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
গোপালপুর থানার ওসি মোঃ শহিদুল্লাহ জানান, আজ রবিবার সকালে নন্দনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ৯ বছরের ছেলে কবিরকে গোপালপুর সান্দার পাড়ার লোকজন মারপিট করে। এ খবর নন্দনপুর গ্রামে পৌঁছলে ঐ গ্রামের শত শত লোক রামদা, সড়কি, ফলা, বল্লমসহ দেশীয় অসে্ত্র সজ্জিত হয়ে সান্দার পাড়ায় হামলা চালায়। সান্দার পাড়ার লোকজনও পাল্টা হামলার জবাব দিতে থাকে। হামলাকারীরা সান্দার পাড়ার দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুরের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট ছুড়ছে।