নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভৈরববাজার এলাকা থেকে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ী জসিম উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নূর আমিনের ছেলে।
ব্যবসায়ী জসিম উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১২ সালের দুর্বৃত্তরা জসিম উদ্দিনের ভাই নজরুলকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় জসিম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলা করা পর থেকে দুর্বৃত্তরা মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। হুমকির সূত্র ধরে গত ৪/৫ দিন আগে জসিমকে ভৈরব বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ২ দিন পর তাকে পিটিয়ে জখম করে ছেড়ে দেয় তারা।
জসিমকে গতকাল সোমবারের মধ্যে মামলা তুলে নিতে আল্টিমেটাম দেয় দুর্বৃত্তরা। কিন্তু জসিম মামলা তুলে না নেয়ায় আজ দুপুরে দিদার ও কালামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জসিমের বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জসিমকে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।