ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের স্কোয়াড সবচেয়ে ব্যয়বহুল। আর ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। তবে সবচেয়ে বেশি ব্যয়বহুল স্কোয়াড হচ্ছে স্পেন। ব্রাজিলিয়ান দৈনিক ভালর তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খেলাধুলা বিশে্লষণকারী ফার্ম প্লুরি কনসালটরিয়া ব্যয়বহুল স্কোয়াডের এ তালিকা তৈরি করেছে।
ফার্মটির মতে, ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনিশ স্কোয়াডের আনুমানিক দাম ৪৮৬.৯ মিলিয়ন ইউরো, আর্জেন্টিনার দাম ৪৭৪.১ মিলিয়ন ইউরো এবং ব্রাজিলের দাম ৪৭০.২ মিলিয়ন ইউরো।
আর সবচেয়ে দামি খেলোয়াড় লিওনেল মেসির দাম ১৩৮.১ মিলিয়ন ইউরো। তবে মেসির দাম গত বছরের তুলনায় ১.৪ % কমেছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো ৭ মে তাদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে। তখন ফার্মটি দলগুলোর আপডেট মূল্য তালিকা প্রকাশ করবে।