গাজীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন দুজন। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়া, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে দুজন করে এবং কুষ্টিয়া ও বরিশালে নিহত হয়েছেন একজন করে। সিরাজগঞ্জে পুলিশ ভ্যান উল্টে আহত হয়েছেন পাঁচজন।
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে গতকাল সকালে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং আহত হয়েছেন ৪ জন। হতাহতরা লেগুনার যাত্রী। নিহতরা হলেন_ সিরাজগঞ্জের কাজীপুরের সোবহান, জাহাঙ্গীর আলম, নাটোরের সিংড়ার আবদুল খালেক, টাঙ্গাইলের গোপালপুরের আবদুল হাকিম ও বগুড়ার নন্দীগ্রামের খাদিজা বেগম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী : ঢাক-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় সোমবার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার আজিজুর রহমান ও মোহাম্মদ রিপন নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আজিজুর বগুড়া জেলার আলাউদ্দিনের ও রিপন নাটোরের রহিম উল্লাহর ছেলে। বগুড়া : গাবতলী উপজেলা সদরের জয়ভোগা নামক স্থানে সোমবার শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিশু আলো নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া সারিয়াকান্দির দিঘলকান্দি হার্ডপয়েন্টের কাছে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন বৃদ্ধা সিরাতন বেগম। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের টেপড়া বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকালে দ্রুতগামী একটি কোচ চাপায় ঘটনাস্থলেই শিবালয় উপজেলার বাহারুল ইসলাম ও সুমন নিহত হন। টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে গতকাল ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সকালে টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের সামনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে অজ্ঞাত এক পথচারী মারা যান। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবুল হাসেম ও গৌরিপুর উপজেলার মামুন। আহতদের মধ্যে নয়জনকে পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া : ভেড়ামারার মসলেমপুরে গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় সেলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সেলিম পাবনার আলম হোসেনের ছেলে। বরিশাল : গৌরনদী উপজেলার বাটাজোড় বাসস্ট্যান্ডে গতকাল বাসের ধাক্কায় আহত ট্রাকচালক মো. ইউনুস মারা গেছেন। ইউনুস বাবুগঞ্জের উত্তর রহমতপুর এলাকার আবদুল জব্বারের ছেলে। এদিকে হিজলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের ৮ আরোহী। সিরাজগঞ্জ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের পুলিশ প্রটোকলের পিকআপ ভ্যান উল্টে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান, চালক রেজাউর নবী, কনস্টেবল রিপন, আমির হোসেন ও রেজাউল। বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডায় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : নগরীর খুলশী থানাধীন ওয়াসা এলাকায় যাত্রীবাহী হিউম্যান হলার উল্টে ৬ যাত্রী আহত হয়েছেন। তারা হলেন- মো. রুবেল, মো. মাসুদ, মো. রাসেল, মনির হোসেন, আল আমিন ও পিংকি।