খুলনায় সংঘর্ষে এক বৃদ্ধ খুন হয়েছেন। গাইবান্ধা, কুমিল্লা, ঝিনাইদহ, আড়াইহাজার, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে সংঘর্ষে আহত হয়েছেন ১৯০ জন।
খুলনা : তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অলিয়ার কাজী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ছাগলাদাহ গ্রামের হাসান কাজীর ছেলে। সোমবার রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জে গতকাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে। এতে আট পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৬১ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। কুমিল্লা : মনোহরগঞ্জে বৈশাখী মেলার জুয়ার আসর থেকে উঠানো চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত ব্যক্তি। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩৫টি দোকান। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে গতকাল সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলার কদমিরচর এলাকায় সোমবার বালুমহলের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : জেলা শহরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সোমবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সিলেট : সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়ায় জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মাগুরা : সেচ দেওয়া নিয়ে শ্রীপুরের বরালিদহে গতকাল দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, গতকাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় ক্ষমতা হস্তান্তর করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে মিছিল বের করে। এ সময় ওই মিছিলে জামায়াত ও শিবির নেতা-কর্মীরা ঢিল ছুড়ে মারে। ফলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় বিএনপি-জামায়াত ও শিবির কর্মীরা বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬১ রাউন্ড শটগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীরাও পাল্টা ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়ে মারে। এতে আট পুলিশ সদস্য আহত হয়। চারজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত নুরুন্নবী প্রধান নির্বাচিত হন।